Kolkata

বিজেপিতে যোগ দেওয়ার মোটেই ইচ্ছে নেই, বললেন সব্যসাচী দত্ত

তাঁর বিরুদ্ধে দলের কাউন্সিলররাই অনাস্থা এনেছেন। তাঁকে মেয়র পদ থেকে সরাতে চাইছেন তাঁরা। এদিকে তাঁর সঙ্গে বিজেপি নেতা মুকুল রায়ের ঘনিষ্ঠতা নিয়ে তৃণমূল নেতৃত্ব প্রকাশ্যেই তাঁর বিরুদ্ধে তোপ দেগেছেন। তারপর মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে নিরুত্তাপ সব্যসাচী দত্ত জানান, তিনি এখনও মেয়র আছেন। যতদিন তিনি মেয়র পদে আছেন ততদিন কাজ করে যাবেন। সরিয়ে দিলে সাধারণ কাউন্সিলর হিসাবে পুরনিগমে থাকবেন। তবে এখনই অন্য কোনও দলে যাওয়ার তাঁর পরিকল্পনা নেই। বিজেপিতে যোগ দেওয়ার তাঁর মোটেই ইচ্ছে নেই। মুকুল রায় তাঁর দাদা হিসাবে তাঁকে কিছু উপদেশ দিয়েছেন মাত্র।

বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে দলীয় কাউন্সিলরদের অনাস্থা তাঁর মেয়র পদ কেড়ে নিতে পারে। দলীয় নেতৃত্বও কার্যত তাই চাইছে। তৃণমূল নেতৃত্ব চাইছেই যে তিনি দল ছেড়ে দিন। কিন্তু দল ছাড়ার কোনও ইঙ্গিতই এদিন সব্যসাচীবাবু দেননি। বরং যে ফিরহাদ হাকিম তাঁর বিরুদ্ধে সবচেয়ে বেশি সোচ্চার তাঁকে তিনি নিজের দাদার মত বলে ব্যাখ্যা করে জানিয়েছেন তাঁর সঙ্গে ফিরহাদ হাকিমের সম্পর্ক আগের মতই থাকবে। তাঁর বাড়ির দরজা ফিরহাদের জন্য সবসময় খোলা থাকবে।


সব্যসাচীবাবু এদিন আরও জানান তাঁকে বিভিন্ন দলের বিধায়ক, সাংসদরা ফোন করছেন। তবে কারা ফোন করছেন বা কী নিয়ে আলোচনা সে সম্বন্ধে তিনি কিছু জানাননি। তিনি জানান ফোনের কললিস্ট যদি তিনি দেখান তবে অনেকেই চমকে যাবেন যে কারা কারা তাঁকে ফোন করছেন। পাশাপাশি সব্যসাচী দত্ত জানান তাঁর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও কোনও কথা হয়নি। তিনি নিজেই বলেন, মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকেন। তবে কাজের মধ্যে সময় বার করে তিনি যদি বর্তমান পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে কথা বলতে চান, ডাকেন তবে তিনি নিশ্চয়ই মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবেন বলে জানান সব্যসাচীবাবু।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button