১১ বছর আগে কলকাতার নন্দরাম মার্কেটে আগুন লেগেছিল। সেই ভয়াবহ আগুনের দুঃস্বপ্ন এখনও তাড়া করে বেড়ায় এখানকার মানুষজনকে, ব্যবসায়ীদের। সেই নন্দরাম মার্কেটে ফের আগুন লাগল শনিবার। শনিবার বিকেলে নন্দরাম মার্কেটের ৯ তলার আগুন লাগে। ধোঁয়া দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন ব্যবসায়ীরা। দ্রুত দমকলে খবর দেওয়া হয়। দমকলের ৬টি ইঞ্জিন ঘটানস্থলে হাজির হয়। দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণের আনার আপ্রাণ চেষ্টা শুরু করেন।
নন্দরাম মার্কেটের ৯ তলার একটি কাপড়ের গুদামে আগুনটি লাগে। কাপড় দাহ্য পদার্থ হওয়ায় আগুন ছড়াতে সময় নেয়নি। আগুনের লেলিহান শিখা রাস্তা থেকেও নজর কেড়েছে। জানালা দিয়ে আগুনের হল্কা বার হতে দেখা গেছে। সঙ্গে ধোঁয়া। ব্যবসায়ীরা আগুনের জেরে আতঙ্কিত হয়ে পড়েন। মালপত্র নিয়ে মার্কেট থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন তাঁরা। কেন আগুন লাগল তা পরিস্কার নয়। তবে দমকলের প্রাথমিক অনুমান শর্টসার্কিট থেকেই আগুন লাগে।
দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে হাজির হন। তিনি নিজে অবস্থা খতিয়ে দেখতে অকুস্থলের কাছে হাজির হন। এদিকে দমকলকর্মীরা আপ্রাণ চেষ্টা চালাতে থাকেন আগুন নিয়ন্ত্রণে আনার। উদ্বিগ্ন ব্যবসায়ীরা রাস্তায় ভিড় জমাতে থাকেন। বহু কৌতূহলী মানুষও ভিড় জমান। এদিকে অফিসের দিনে ব্যস্ত বিকেলে ব্রেবোর্ন রোডের মত রাস্তায় যান চলাচল এই ঘটনার জেরে মন্থর হয়ে পড়ে।