কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের সুপারিশ মেনে তাঁদের বেতন দিতে হবে। এই দাবিকে সামনে রেখে অনেকদিনই সরব প্রাথমিক শিক্ষক সমিতি। এদিন এই দাবিকে সামনে রেখে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল করে নবান্নের উদ্দেশে এগোন প্রাথমিক শিক্ষকরা। রানি রাসমণি রোডে তাঁদের ব্যারিকেড করে আটকে দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। প্রাথমিক শিক্ষক সমিতির তরফে দাবি করা হয় হয় তাঁদের মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে দিতে হবে। সেই দাবি মানা না হলে তাঁরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করেন।
ব্যারিকেড ভাঙার চেষ্টা হতেই পুলিশ কঠোর হাতে আন্দোলন দমন করতে উদ্যোগী হয়। প্রাথমিক শিক্ষকদের রুখে দেওয়া হয় সেখানেই। আন্দোলনরত শিক্ষকদের একের পর এক গ্রেফতার করা হয়। তোলা হয় প্রিজন ভ্যানে। এদিনের আন্দোলনে মহিলা শিক্ষকরাও অংশ নেন। প্রিজন ভ্যানে তোলার পরও স্লোগান দিতে থাকেন শিক্ষকরা। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষণ রানি রাসমণি রোডে উত্তেজনার সৃষ্টি হয়।
বিভিন্ন দাবিকে সামনে রেখে প্রাথমিক শিক্ষকদের সংগঠনগুলি বারবার পথে নেমেছে। বিক্ষোভে সামিল হয়েছে। যোগ্যতাকে মান্যতা দিয়ে বেতন সংশোধনের দাবিতে প্রাথমিক শিক্ষকদের সংগঠন উস্তি বিকাশ ভবনের সামনে অনশন বিক্ষোভ চালাচ্ছে। সেই আন্দোলন সমাজের বিভিন্ন মহলে প্রভাবও ফেলেছে। সব মিলিয়ে প্রাথমিক শিক্ষক সংগঠনগুলির বিভিন্ন দাবিতে আন্দোলন কিন্তু রাজ্য সরকারকে চাপে রাখছে।