পশ্চিমবঙ্গের রাজ্যপাল পরিবর্তন করলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীর জায়গায় নতুন রাজ্যপাল হচ্ছেন জগদীপ ধনকর। একটি প্রেস বিজ্ঞপ্তিতে সেকথা রাষ্ট্রপতি ভবন থেকে জানানো হয়েছে। তবে শুধু পশ্চিমবঙ্গ বলেই নয়, মোট ৬টি রাজ্যের নতুন রাজ্যপালের নাম ঘোষণা করা হয়েছে। ত্রিপুরার নতুন রাজ্যপাল হচ্ছেন রমেশ ব্যাস।
উত্তরপ্রদেশের নতুন রাজ্যপাল হচ্ছেন আনন্দিবেন প্যাটেল। এক সময়ে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি। পরে মধ্যপ্রদেশের রাজ্যপাল হন। সেখান থেকেই তাঁকে বদলি করে উত্তরপ্রদেশের দায়িত্ব দিলেন রাষ্ট্রপতি। এদিকে মধ্যপ্রদেশের রাজ্যপাল পদ থেকে আনন্দিবেনকে সরিয়ে সেখানে রাজ্যপাল করা হচ্ছে লালজি ট্যান্ডনকে। লালজি ট্যান্ডন এখন বিহারের রাজ্যপাল।
বিহার থেকে লালজি ট্যান্ডনকে সরিয়ে নেওয়ার পর বিহারের নতুন রাজ্যপাল হচ্ছেন ফগু চৌহান। এদিকে সরকারি প্রতিনিধি হিসাবে নাগা শান্তি বার্তায় অংশ নিয়ে আসছেন আরএন রবি। তাঁর নাম এবার নাগাল্যান্ডের নতুন রাজ্যপাল হিসাবে ঘোষণা করলেন রাষ্ট্রপতি। আরএন রবি নাগাল্যান্ডের নতুন রাজ্যপালের দায়িত্ব পাচ্ছেন। অনেকদিন পর এত বড় মাত্রায় রাজ্যপাল রদবদল হল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা