রাজ্য সরকারি কর্মচারিদের কেন্দ্রীয় সরকারি হারে ডিএ দিতে বলল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল বা স্যাট। ৩ মাসের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে নির্দেশ দেওয়া হয়েছে। স্যাট জানিয়েছে, রাজ্য সরকারি কর্মচারিদের অনিয়মিত ভাবে ডিএ দেওয়ার ফলেই এই অবস্থা হয়েছে। ফলে তাঁদের ডিএ কেন্দ্রীয় হারেই করে দিতে হবে। আপাতত ২৯ শতাংশ কেন্দ্রের থেকে ডিএ পিছিয়ে আছে রাজ্য সরকারি কর্মচারিদের।
এর আগে অবশ্য স্যাট জানিয়েছিল ডিএ একেবারেই রাজ্য সরকারের ইচ্ছার ওপর দাঁড়িয়ে আছে। সেই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের যান সরকারি কর্মচারিরা। হাইকোর্ট সেই রায় ফিরিয়ে দেয় পুনর্বিবেচনার জন্য স্যাটে। এবার স্যাট কিন্তু রাজ্য সরকারি কর্মচারিদের পক্ষেই রায় দিল। এদিনের স্যাটের রায় অবশ্যই রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর।
অল ইন্ডিয়া কনজিউমার্স প্রাইস ইনডেক্সে-এর ওপর ভিত্তি করে ডিএ বাড়ে বা কমে। মাইনের সঙ্গে যখন সারা দেশের মূল্য সূচক সঙ্গতি হারায় তখনই ডিএ সরকারি কর্মচারিরা পেয়ে থাকেন। হাইকোর্ট এই ডিএ-কে রাজ্য সরকারি কর্মচারিদের অধিকার বলে জানিয়ে দিয়েছিল। এদিকে ষষ্ঠ বেতন কমিশনও ঘোষণা হওয়ার অপেক্ষায় দিন গুনছে। ফলে সেখানে মাইনে বৃদ্ধি ও ডিএ নিয়ে বিষয়টি কোথায় গিয়ে দাঁড়ায় সেই অপেক্ষায় রাজ্য সরকারি কর্মচারিরা।