Kolkata

প্রাথমিক শিক্ষকদের মাইনে বাড়ছে

গত বৃহস্পতিবারই শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ৩৬০০ টাকা করা হচ্ছে। শুক্রবার তার নির্দেশিকাও বার করে দিল স্কুল শিক্ষা দফতর। নির্দেশিকা অনুযায়ী প্রশিক্ষণপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকদের গ্রেড পে ২৬০০ টাকা থেকে বাড়িয়ে ৩৬০০ করল রাজ্য সরকার। সেই সঙ্গে তাঁরা পে ব্যান্ড ২ থেকে পে ব্যান্ড ৩-এ চলে গেলেন। এতে প্রাথমিক শিক্ষকদের মাইনে বাড়তে চলেছে।

মাইনে বাড়ছে প্রশিক্ষণহীন প্রাথমিক শিক্ষকদেরও। তাঁদের গ্রেড পে ছিল ২৩০০ টাকা। তা বেড়ে হচ্ছে ২৯০০ টাকা। তবে তাঁরা পে ব্যান্ড ২-এ ছিলেন। আর তাতেই রয়েও গেলেন। এই নির্দেশিকা ১ অগাস্ট ২০১৯ থেকে কার্যকরী হবে। ফলে অগাস্টের শেষে বা সেপ্টেম্বরের প্রথমে তাঁরা যে মাইনে হাতে পাবেন তা বর্ধিত হারেই হবে।


ষষ্ঠ বেতন কমিশন এখনও ঘোষণা হওয়া বাকি। সেখানেও কিছুটা মাইনে বাড়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষামন্ত্রী মুখে আশ্বাস দিলেও যতক্ষণ না সরকারি ঘোষণা হচ্ছিল ততক্ষণ তা মানতে রাজি ছিলেন না উস্তি-র ব্যানারে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকরা। এখন প্রশ্ন যে সরকারি এই নির্দেশিকার পর কী তাঁরা আন্দোলন প্রত্যাহার করবেন? অন্যদিকে গ্রেড পে বাড়ায় খুশি রাজ্যের প্রাথমিক শিক্ষকরা। তাঁদের অনেকদিনের চাহিদার কিছুটা পূরণ হল বলেই মনে করছেন তাঁরা।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button