খিদিরপুরের কার্ল মার্কস সরণি। ব্যস্ত এলাকা। বাড়ি ও ফ্ল্যাটের সারি। সেখানেই একটি বহুতলের ঘর থেকে পচা গন্ধ পাচ্ছিলেন স্থানীয় বাসিন্দারা। প্রতিবেশিদের সেই গন্ধ অতিষ্ঠ করছিল। ফলে শুক্রবার সকালে তাঁরা গন্ধের উৎস খুঁজতে খুঁজতে সকলে পৌঁছন ২ ভাই ও ১ বোন যে ঘরে থাকেন সেখানে। অবশ্য বন্ধ ঘরে জোর করে ঢোকার চেষ্টা না করে তাঁরা এরপর পুলিশে খবর দেন।
সাউথ পোর্ট থানার পুলিশ এসে ঘরে ঢুকে দেখে সেখানে পড়ে আছে ২টি পচন ধরা দেহ। দেহ ২টি পুরুষের। পাশে পড়ে আছেন অর্ধমৃত এক মহিলা। তাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। যদিও হাসপাতালে পাঠানোর পর চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহগুলি ময়নাতদন্তে পাঠায় পুলিশ। এঁদের কীভাবে মৃত্যু হল তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টে অনেক কিছু পরিস্কার হবে বলে আশা তদন্তকারীদের।
তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ওই ঘরে ২ ভাই ও ১ বোন থাকতেন। ২টি পুরুষের দেহ ওই ২ ভাইয়ের। পাশে অর্ধমৃত অবস্থায় উদ্ধার হওয়া মহিলা তাঁদের বোন। এঁরা আত্মহত্যা করেছেন, নাকি দুর্ঘটনাবশত এঁদের মৃত্যু হয়েছে, নাকি এই মৃত্যুর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এভাবে ৩ জনের মৃত্যুতে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।