সারদা মামলায় অনেক শিল্পী, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্বকে ডেকে পাঠিয়েছে ইডি এবং সিবিআই। তাঁদের জেরা চলেছে। গত মাসেই বাংলা সিনেমার ২ অন্যতম মুখ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও ঋতুপর্ণা সেনগুপ্তকে ডাকে ইডি। এই সপ্তাহের শুরুর দিকে সিবিআই ডেকে পাঠায় প্রাক্তন তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীকে। এবার চিত্রকর শুভাপ্রসন্নকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করল ইডি।
শুক্রবার সকালে ইডি-র ডাকে সাড়া দিয়ে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে পৌঁছন চিত্রকর শুভাপ্রসন্ন। তাঁকে চানা ৪ ঘণ্টা জেরা করা হয়। একটি টেলিভিশন চ্যানেল কেনা সংক্রান্ত বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করে ইডি। ওই চ্যানেল কেনার বিষয়ে শুভাপ্রসন্নর ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকে সারদা থেকে। সেই লেনদেন সংক্রান্ত বিষয়েই তাঁকে মূলত জেরার মুখে পড়তে হয় এদিন।
এবারই প্রথম নয়। সারদা মামলায় শুভাপ্রসন্নকে এর আগেও ডেকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। গত ২ মাসে তৃণমূলের অনেক নেতা ও তৃণমূলের সঙ্গে সুসম্পর্ক থাকা ব্যক্তিত্বদের পঞ্জি স্কিম মামলায় ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি ও সিবিআই। শুক্রবার জেরার মুখে পড়তে হল শুভাপ্রসন্নকে। যিনি তৃণমূলের যথেষ্ট ঘনিষ্ঠ বলেই পরিচিত। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা