মঙ্গলবার দুপুরে ধুন্ধুমার কাণ্ড ঘটল রাজারহাটের নারায়ণপুরে। পড়ল অজস্র বোমা। চলল গুলি। তৃণমূলের তাপস চট্টোপাধ্যায় গোষ্ঠী ও তৃণমূলেরই সব্যসাচী দত্তের গোষ্ঠীর মধ্যে এই সংঘর্ষ বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। ঘটনার সূত্রপাত এদিন বেলায়। বেলা ১০টা নাগাদ অবরোধ করে বিধাননগরের প্রাক্তন মেয়র তথা তৃণমূলের বিতর্কিত নেতা সব্যসাচী দত্তের অনুগামীরা। বিধাননগরের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে অবরোধে সামিল হন তাঁরা। কাটমানি ফেরত দেওয়ারও দাবি তোলা হয়। প্রায় আধঘণ্টা পর অবরোধ উঠে যায়।
সকালে এই ঘটনা ঘটার পর অবস্থা মোটামুটি শান্তই ছিল। ফের উত্তাপ ছড়ায় দুপুরে। অভিযোগ তাপস চট্টোপাধ্যায়ের বাড়ি লক্ষ্য করে বোমা ছোঁড়ে সব্যসাচী গোষ্ঠী। গুলিও চলে বলে অভিযোগ। পাল্টা তাপস চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে সব্যসাচী গোষ্ঠীর লোকজনের ওপর বোমা ছোঁড়া হয় বলে অভিযোগ। এদিক থেকেও গুলি চলে। ফলে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সাধারণ মানুষ আতঙ্কে বাড়িতে আশ্রয় নেন।
দ্রুত ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। পুলিশ লাঠিচার্জ করে এলাকা আয়ত্তে আনার চেষ্টা করে। বেশ কয়েকজনকে গ্রেফতার করে পুলিশ। এদিকে এলাকায় হাজির হওয়ার পর পুলিশকে লক্ষ্য করে কটূক্তি উড়ে আসে। পুলিশের কয়েকজন কর্মী সংঘর্ষ থামাতে গিয়ে আক্রান্তও হন। অবশেষে বিশাল পুলিশবাহিনী এসে এলাকা শান্ত করে। বিভিন্ন অলিগলি ঘুরে পুলিশ প্রচুর বোমা উদ্ধার করেছে। এলাকায় একটা চাপা উত্তেজনা রয়েছে। সাধারণ বাসিন্দারা আতঙ্কিত।