রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ভোকেশনাল ট্রেনিং প্রাপ্ত মহিলা-পুরুষরা বুধবার দুপুরে হাজির হন এসএন ব্যানার্জী রোডের কারিগরি শিক্ষা ভবনের সামনে। ফলে কয়েক হাজার মানুষের ভিড় জমে যায় সেখানে। প্রথমে তাঁরা ঢুকে পড়েন ভবনের মধ্যে। সেখানে মন্ত্রীর সঙ্গে দেখা করে তাঁদের দাবি জানাতে এত জনের ঢুকে পড়া নিয়ে অশান্তির সৃষ্টি হয়। পুলিশ সেখান থেকে সকলকে বার করে দেয়। তারপরই কয়েক হাজার কারিগরি শিক্ষাপ্রাপ্ত মহিলা-পুরুষ রাস্তায় বসে পড়ে অবরোধ দেখাতে থাকেন।
পথ অবরুদ্ধ হয়ে পড়ে। এসএন ব্যানার্জী রোড একটি গুরুত্বপূর্ণ রাস্তা। অবরোধের জেরে তা স্তব্ধ হওয়ায় বাস, গাড়ি অন্য রাস্তা দিয়ে ঘুরতে থাকে। এদিকে প্রচুর পুলিশ মোতায়েন হয় সেখানে। প্রায় ২০ মিনিট এমন চলার পর পুলিশ সকলকে রাস্তা থেকে সরে গিয়ে সুবোধ মল্লিক স্কোয়ারের দিকে চলে যেতে বলে। যদিও পুলিশের অনুরোধে আমল দেননি অবরোধকারীরা। এই অবস্থায় তাঁদের সরাতে লাঠিচার্জ শুরু করে পুলিশ। লাঠি উঁচিয়ে পুলিশ তেড়ে যেতে ক্রমশ ছত্রভঙ্গ হতে থাকে ভিড়।
অনেকেই পুলিশের তাড়া খেয়ে এদিক ওদিক সরে যেতে থাকেন। অনেকে ফুটপাথের ওপর ভিড় করে প্রতিবাদ জানাতে থাকেন। পুলিশ এরপর ফুটপাথে উঠে লাঠির আঘাত করতে থাকে। যার জেরে ফের ছত্রভঙ্গ হতে থাকে ভিড়। সব মিলিয়ে মোটামুটি মিনিট দশেরে মধ্যে অবস্থা অনেকটা নিয়ন্ত্রণে আনে পুলিশ। রাস্তা পরিস্কার হতে শুরু করে। বেশ কয়েকজন বিক্ষোভকারীকে গ্রেফতার করে পুলিশ। এদিনের ঘটনায় মধ্যে কলকাতায় দুপুরে যানজটের সৃষ্টি হয়।