রাজাবাজার থেকে ফুলবাগানের দিকে সোজা চলে গেছে নারকেলডাঙা মেন রোড। সেখানেই খালের ধার ঘেঁষে সারি সারি ঝুপড়ি। খালের ধারের ঢাল বেয়ে ঝুপড়িগুলিও সারি দিয়ে ঢালের মত নেমে গেছে প্রায় জলের কাছ পর্যন্ত। এখানে বহু মানুষের বাস। সেই সঙ্গে রাস্তার ধারে বিশাল বিশাল বস্তা করে জমা রাখা থাকে প্লাস্টিকের বোতল, কাচের শিশি সহ নানা ধরণের জঞ্জাল। সেখানেই একটি ঝুপড়িতে মঙ্গলবার দুপুরে আগুন লেগে যায়।
স্থানীয়রা জানাচ্ছেন, প্রথমে একটি ঝুপড়িতেই আগুন লাগে। যেহেতু ঝুপড়িগুলি খুবই গায়ে গায়ে, ফলে দ্রুত আগুন অন্য ঝুপড়িতেও ছড়িয়ে পড়ে। তারপর আরও বাড়তে থাকে। আগুন ঝুপড়ির পাশাপাশি গ্রাস করে জঞ্জালের বিশাল বিশাল বস্তাকেও। কালো ধোঁয়ায় ছেয়ে যায় এলাকা। স্থানীয় মানুষজনই আগুন নেভানোর চেষ্টা শুরু করেন। এমনকি খাল পাড়ে সাজানো একটি পার্কের ফোয়ারা থেকেও জল নিয়ে ঢালা হয় আগুন নেভাতে।
আগুন লাগার খবর পেয়ে সেখানে হাজির হয় দমকলের ২টি ইঞ্জিন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন দমকলকর্মীরা। ক্রমে আগুন নিয়ন্ত্রণে আসতেও থাকে। স্থানীয়রাও আগুন নেভাতে কোমর বেঁধে নেমে পড়েন। আগুন লাগার কারণ এখনও অজানা। তবে স্থানীয়রা মনে করছেন রান্না করতে গিয়েই আগুন ছড়িয়ে থাকতে পারে। সঠিক কারণ অবশ্য তদন্তের পরই পরিস্কার হবে।