Kolkata

শহরের বাসযাত্রীদের জন্য দারুণ খবর

কলকাতা শহরের বহু মানুষ তো বটেই, সেইসঙ্গে শহরের বাইরে থেকেও শহরে কাজের জন্য আসা মানুষজনের যাতায়াতের বড় ভরসা বিভিন্ন রুটের বাস। যার অধিকাংশই চলে ডিজেলে। আর ডিজেলে চলার ফলে তা থেকে কার্বন নির্গমন হয়। যা পরিবেশের পক্ষে ক্ষতিকর। তাই এবার শহর কলকাতার বাসযাত্রীদের জন্য শহরে ১০০টি ইলেকট্রিক বাস নামাতে চলেছে কেন্দ্র। ফেম ২ প্রকল্পের আওতায় এই ইলেকট্রিক বাস শুধু মানুষের যাতায়াতের সুবিধাই বাড়াবে না, এর ফলে কমবে বাতাসে কার্বন কণার পরিমাণ, কমবে ভারতের বিদেশ থেকে তেল আনার খরচ।

কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল বৃহস্পতিবার একটি সাংবাদিক সম্মেলনে এই বাস দেওয়ার কথা ঘোষণা করেন। তিনি এমনও জানান যে রাজ্য সরকার যদি আরও বেশি সংখ্যক ইলেকট্রিক বাস চায় তাহলে তাও দেওয়া হবে। কিন্তু ইলেকট্রিক বাস চালু হলে তারজন্য ইলেকট্রিক চার্জিং পয়েন্টও বানাতে হবে। বিশেষত যেসব রুটে ইলেকট্রিক বাস চলবে সেসব রুটে। এক্ষেত্রে রাজ্য সরকার চাইলে কেন্দ্র ইলেকট্রিক চার্জিং পয়েন্টও তৈরি করে দিতে প্রস্তুত বলে জানান মন্ত্রী।


ফেম ২ প্রকল্পের আওতায় কেন্দ্র দেশের ৬৪টি শহরে ৫ হাজার ৫৯৫টি ইলেকট্রিক বাস নামাতে চলেছে। যে জন্য ৩ হাজার ৫৪৫ কোটি টাকা বরাদ্দ হয়েছে। নতুন মোটর ভেহিকলস আইন পশ্চিমবঙ্গ সরকার এ রাজ্যে লাগু করতে রাজি হয়নি। কেন্দ্রীয় মন্ত্রী মেঘওয়াল এদিন রাজ্য সরকারকে বিষয়টি ভেবে দেখার অনুরোধের পাশাপাশি নতুন আইন রাজ্যেও চালু করার অনুরোধ করেছেন।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button