মাঝে কটাদিনের রেহাই দেখার পর অনেকেই মনে করছিলেন বউবাজারের আর কোনও বাড়ি হয়তো ভেঙে পড়বে না। যদিও বাড়ি ছাড়া বাসিন্দাদের মনে একটা সন্দেহ ছিলই। সেটাই সত্যি হল সোমবার। এদিন ফের স্যাকরা পাড়া লেনের একটি ৩ তলা বাড়ি ভেঙে পড়ে। যদিও বাড়িটির একটা অংশ আগেই ভেঙে পড়েছিল। ঘোরতর বিপজ্জনক বাড়ি হিসাবেই চিহ্নিত ছিল সেটি। অবশেষে আশঙ্কা সত্যি করে এদিন চোখের সামনে ধুলোয় মিশে গেল বাড়িটি।
বাড়ির বাসিন্দা ছিলেন এক মহিলা ও তাঁর ছেলে। ওই বাড়িই ছিল তাঁদের শেষ সম্বল। তা হারিয়ে চোখের জল বাধ মানছে না পরিবারের। আগামী দিনে তাঁরা কোথায় যাবেন, কোথায় থাকবেন, ভিটে ছেড়ে কেনই বা তাঁদের এভাবে দূরে থাকতে হবে, এর উত্তর পাচ্ছেন না তাঁরা। ছেলের পরীক্ষা সামনে। উচ্চমাধ্যমিক দেবে ছেলে। তা নিয়েও মায়ের চিন্তা সীমা ছাড়িয়েছে। কেমন যেন অসহায় সর্বস্বান্ত পরিস্থিতির মধ্যে পড়েছেন তাঁরা। এতদিন বাড়িটি খালি করার পরও সেটা ছিল চোখের সামনে। এদিন তা পরিণত হল ধ্বংসাবশেষে।
দুর্গা পিতুরি লেনের বাসিন্দারা মেট্রো রেলকে বাড়ি ভেঙে ফেলার অনুমতি দিয়ে দিয়েছেন। ফলে সেখানে এদিন সকাল থেকেই শুরু হয়েছে মেশিন এনে বাড়ি ভাঙার কাজ। অনেক বাড়িতেই বিশাল বিশাল ফাটল ধরেছিল এখানে। অনেক বাড়ির কিছুটা করে ভেঙেও পড়েছিল। সেসব বাড়ি একেবারেই ভেঙে ফেলা হচ্ছে। তা দেখে অনেকেই চোখের জল আটকে রাখতে পারেননি। এখানে প্রায় সব বাড়িই পুরনো বাড়ি। সেসব পৈতৃক ভিটে চোখের সামনে গুঁড়িয়ে যাচ্ছে। এ বোধহয় সহ্য করা কারও পক্ষেই সম্ভব নয়।