গত ৭ দিনে নাকি দরজার তালা খোলা হয়নি। কিন্তু দুর্গন্ধটা দরজার পিছনে আটকে রইল না। বেরিয়ে এল বাইরে। আশপাশের লোকজনের পক্ষে সেই দুর্গন্ধ সহ্য করা মুশকিল হয়েছে। ফলে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে ঢোকে ভিতরে। সেখানে তখন এক প্রৌঢ় বসেছিলেন। আর তাঁর পাশেই ছিল বোনের নিথর দেহ। গত ৭ দিনে নাকি একটা দানাও পেটে পড়েনি ভাইবোনের।
মৃতদের আগলে পরিজনের দিনের পর দিন থাকার ঘটনা মানেই এখন রবিনসন কাণ্ডের ছায়া। কারণ দেহ আগলে থাকার ঘটনা সবচেয়ে বেশি আলোড়ন ফেলে রবিনসন কাণ্ডেই। এখানেও অনেকটা তেমনই ঘটেছে। দমদমের জগদীশপল্লির এই একতলা ঘরে বোনের দেহ আগলে বসে থাকলেন মানসিক ভারসাম্যহীন ভাই। ফলে দেহে ধরল পচন। আর তার দুর্গন্ধ ছড়াল এলাকায়।
পুলিশ দেহটি উদ্ধার করেছে। এলাকায় রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। চেষ্টা চলছে মানসিক ভারসাম্যহীন ভাইয়ের কাছ থেকে বিষয়টি জানার। স্থানীয় সূত্রের খবর, ভাই বোনের জন্য খাবার পাঠাতেন তাঁদের দিদি। কিন্তু শেষ কয়েকদিনে তাঁদের জন্য খাবার আসেনি। ফলে অনেকের ধারণা অভুক্ত অবস্থায় মৃত্যু হয় ওই প্রৌঢ়ার।