রবিবার দুপুর। শহর কলকাতায় বাসট্রাম এদিন কমই চলে। লোকজনও বড় একটা রাস্তায় থাকেন না। হয়তো পুজোর আগে বলে দুপুরের পর থেকে বিভিন্ন বাজারগুলিতে ভিড় বাড়তে পারে। কিন্তু দুপুরে সে ভিড় থাকেনা। তারওপর জায়গাটা যদি ধর্মতলার আশপাশে হয় তাহলে সেখানে লোক তো প্রায় থাকেনই না। তেমনই এক রবিবাসরীয় দুপুরে ফাঁকা মেয়ো রোডে ঘটে গেল বাস দুর্ঘটনা। রক্তাক্ত হলেন প্রায় ২৫ জন।
২টিই হাওড়া রুটের বাস। একটি মিনিবাস। অন্যটি প্রাইভেট বাস, ২১২ নম্বর রুটের। রেষারেষি করছিল ২টি বাস। আর তাতেই ঘটে গেল দুর্ঘটনা। মিনিবাসের পিছনে সোজা এসে ধাক্কা মারে প্রাইভেট বাসটি। ২টি বাসের একটির পিছনের দিক ও একটির সামনের দিক দুমড়ে ঢুকে যায়। যাত্রীরা হুমড়ি খেয়ে পড়েন। কারও মাথা ফাটে। কারও হাতে আঘাত। কারও কেটে রক্ত ঝরতে থাকে। এমন এক দুর্ঘটনায় আচমকা মানসিক ধাক্কা সামলাতেও অনেকের সময় লাগে। অসুস্থ হয়ে রাস্তাতেই বসে পড়েন অনেকে।
রাস্তায় তখন ছড়িয়ে পড়েছে কাচের টুকরো। ছড়িয়েছে মোবিল। ২টি বাসেরই চালক ও কন্ডাক্টর চম্পট দিয়েছে। পুলিশ দ্রুত এলাকা ঘিরে উদ্ধারকাজ শুরু করে। ফাঁকা মেয়ো রোডে দুর্ঘটনার খবর পেয়ে অনেকেই আশপাশ থেকে হাজির হন। অনেকে এগিয়ে আসেন আহত ও আতঙ্কিত বাস যাত্রীদের সাহায্য করতে। পুলিশ তদন্ত শুরু করেছে। খতিয়ে দেখা হচ্ছে রাস্তার সিসিটিভি ফুটেজও।