শনিবার সকালে দেখতে এসেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। বিকেলে এলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাসের শারীরিক অবস্থার খোঁজ নিতে আসেন তাঁরা। শিক্ষামন্ত্রী এনেছিলেন হলুদ ফুলের তোড়া। আর শনিবার বিকেলেই হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের উপাচার্য। গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হন তিনি।
যাদবপুরে এমন ঘটনা আর ঘটবে না বলেই আশা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি সকলকেই ধন্যবাদ জানিয়েছেন। আপাতত তাঁকে বাড়ি ফিরিয়ে দিয়েছেন চিকিৎসকেরা। তবে এখনই কাজে যোগ দিতে পারছেন না হয়তো। কারণ তাঁকে বিশ্রামে থাকারা পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এদিন হাসপাতাল থেকে বার হওয়ার সময় অবশ্য অনেকটা সুস্থ সুরঞ্জনবাবু।
গত বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে ঘিরে এসএফআইয়ের বিক্ষোভকে কেন্দ্র করে যে পরিস্থিতি তৈরি হয় সেখানে উপাচার্য নিজের মত করে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও ক্যাম্পাসে পুলিশে ডাকতে রাজি ছিলেন না। যা নিয়ে তাঁর সঙ্গে বাবুল সুপ্রিয় ও রাজ্যপালের কিছুটা মনোমালিন্যের সৃষ্টি হয়। সেখানে ছাত্রদের বোঝানোর চেষ্টা করে বিফল হন তিনি। বরং অসুস্থ হয়ে পড়েন। তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়।