
পুজোর ঢাকে কার্যত কাঠি পড়ে গেছে। আর ৪ দিন পর মহালয়া। আর কলকাতায় মহালয়া মানেই পুজোর উদ্বোধন শুরু। মানুষ ঠাকুর দেখতেই আজকাল তৃতীয়া থেকে বেরিয়ে পড়েন। ফলে সকলেই চাইছেন পুজোর দিনগুলো যেন শরতের নীল আকাশের তলায় কাটে। যদিও পুজো নিয়ে এখনও নিশ্চিত করে কোনও পূর্বাভাস শোনায়নি আবহাওয়া দফতর। তবে হাওয়া অফিস জানিয়েছে এখন দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু রীতিমত সক্রিয়। তারসঙ্গে একটি নিম্নচাপ অক্ষরেখা জন্ম নিচ্ছে। ফলে বৃষ্টি হবে। আর তা যে হবে তা মঙ্গলবার সকাল থেকেই টের পেয়েছেন শহরবাসী। শহরের বিভিন্নপ্রান্তে সকাল থেকে এক পশলা, দু পশলা বৃষ্টি হচ্ছে। যা দুপুরে তার তীব্রতা বাড়ায়।
হাওয়া অফিসও পূর্বাভাস দেয় যে বৃষ্টি হবে তেড়ে। তা মিলেও যায়। শহরে এদিন দুপুরে প্রবল বৃষ্টি নামে। বহু এলাকা জলের তলায় চলে যায়। উত্তর থেকে দক্ষিণ, বৃষ্টি হয়েছে সর্বত্রই। ঘন কালো মেঘে আকাশ ছেয়ে বৃষ্টি নামে। তা চলেও টানা। কলকাতা তো বটেই এই বৃষ্টির হাত থেকে রেহাই পায়নি হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা। প্রবল বৃষ্টি সেখানেও হয়েছে। টানা প্রবল বৃষ্টি চলায় দুপুরেই পরিস্কার হয়ে যায় শহর কী পরিস্থিতিতে পড়তে চলেছে।
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় উপকূলীয় এলাকায় বৃষ্টির প্রাবল্য যথেষ্ট হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। ফলে উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কলকাতায় এদিন দুপুরে প্রবল বৃষ্টি হয়েছে। কলকাতায় এমন বৃষ্টি বৃহস্পতিবার পর্যন্ত বজায় থাকবে বলেই মনে করছে হাওয়া অফিস।
এদিন উত্তরবঙ্গেও অনেক জায়গায় ভারী বৃষ্টি হয়। বৃষ্টিতে সবচেয়ে ক্ষতি হচ্ছে পুজোর বাজারের। গড়িয়াহাট, হাতিবাগানের মত বাজারগুলিতে মানুষ বৃষ্টিতে আসার ঝুঁকি নিচ্ছেন না। ফলে খালি দোকান নিয়ে পুজোর মুখেও মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের।