আগামী রবিবার থেকে শহরের অন্যতম ব্যস্ত সেতু টালা ব্রিজে বাস চলাচল বন্ধ করা হচ্ছে। শুক্রবার সেকথা জানিয়ে দিল কলকাতা পুরসভা। কিন্তু টালা ব্রিজের ওপর দিয়ে প্রচুর বাস যাতায়াত করে। নিত্যদিন টালা ব্রিজের ওপর দিয়ে হাজার হাজার মানুষ বাসে যাতায়াত করছেন। কলকাতার উত্তর প্রান্ত তথা উত্তর শহরতলির একটা বড় অংশের মানুষের ভরসা টালা ব্রিজ। কারণ এর উপর দিয়েই বাসে তাঁরা শ্যামবাজার পৌঁছন।
মেয়র ফিরহাদ হাকিম এদিন জানিয়েছেন, টালা ব্রিজের ওপর দিয়ে এখন কেবল ছোট গাড়ি যাতায়াত করবে। অন্যদিকে শনিবারই এই ব্রিজের চারধার ঘুরে দেখবেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। তারপর সবদিক খতিয়ে দেখে বাসগুলির বিকল্প পথ নিশ্চিত করা হবে। মানুষকে তা জানানো হবে। অন্যদিকে আপাতত ব্রিজের মাঝ বরাবর ছোট গাড়ি যা ৩ টন ওজনের কম তা যাতায়াত করবে। টালা ব্রিজের ২ ধারে কিন্তু সারাইয়ের কাজ চলছে।
টালা ব্রিজ বন্ধ থাকবে অনির্দিষ্টকাল। ফলে উপায় বলতে যা মনে করা হচ্ছে তাতে বাসগুলিকে হয় ক্যানাল রোড ব্রিজ দিয়ে নিয়ে যেতে হবে। নয়তো কাশীপুর রোড। অথবা পাইকপাড়া দিয়ে বেলগাছিয়া হয়ে আর জি কর হয়ে শ্যামবাজার। আসার পথও ওটাই হবে। তবে পুলিশ অবশেষে কি জানায় সেদিকেই চেয়ে সকলে। কিন্তু এটা পরিস্কার যে একদম পুজোর মুখে এভাবে ব্রিজ বন্ধ হওয়া কিন্তু প্রবল যানজটের জন্ম দেবে। মানুষের চূড়ান্ত সমস্যা হবে। এখন এই সমস্যা কতটা নিপুণ হাতে পুলিশ লাঘব করতে পারে সেদিকেই চেয়ে থাকবেন উত্তর কলকাতা ও শহরতলির বাসিন্দারা।