বহিরাগতদের হাতে নিগ্রহের শিকার হলেন হাজরায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের হস্টেলের আবাসিকরা। ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকেই হস্টেলে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন আবাসিকদের একাংশ। আবাসিকদের অভিযোগ, বেশ কিছুদিন ধরেই মত্ত অবস্থায় তাঁদের হোস্টেলে ইচ্ছেমত ঢুকে আসছে বেশ কয়েকজন বহিরাগত। হস্টেলের হাতে গোনা কয়েকজন ছাত্রের সঙ্গে তারা অতিথি হিসাবে ঢুকছে। এভাবে বহিরাগতদের অবাধ প্রবেশের বিরুদ্ধে সম্প্রতি রুখে দাঁড়ান আবাসিকরা। তাতেই বিপত্তি। অভিযোগ এদিন ভোরে কয়েকজন বহিরাগত হস্টেলে ঢুকে ছাত্রদের মারধর শুরু করে। তাদের জামাকাপড় ছিঁড়ে দেওয়া হয়। তাদর প্রাণে মারার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন কয়েকজন ছাত্র। এরপরই তাঁরা হস্টেলে নিরাপত্তার দাবিতে অবস্থান শুরু করে। বিষয়টি খতিয়ে দেখছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
Leave a Reply