শহরে বেড়াতে আসা এক বিদেশিনীর মৃত্যু ঘিরে রহস্য ঘনীভূত হল। একটি গেস্ট হাউসে উঠেছিলেন ওই বিদেশিনী। ৫ জনের একটি দল এখানে বেড়াতে আসে। সকলে একই গেস্ট হাউসে ওঠেন। শনিবার হ্যালেন নামে ওই মধ্যবয়সী মহিলাকে অচেতন অবস্থায় দেখতে পাওয়া যায়। দ্রুত পুলিশে খবর যায়। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।
কীভাবে ওই মহিলার মৃত্যু হল? কেন মৃত্যু হল? এসবের উত্তর ময়নাতদন্তের পরই হয়তো মিলবে। তবে যোধপুর পার্কের ওই গেস্ট হাউসে জিজ্ঞাসাবাদ করেছেন পুলিশ আধিকারিকরা। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে হ্যালেনের সঙ্গে আসা অন্য বিদেশি পর্যটকদের। মৃত হ্যালেন স্কটল্যান্ডের বাসিন্দা বলে জানতে পেরেছে পুলিশ। তাঁর পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয়েছে।
ওই গেস্ট হাউসে গত ১৭ অক্টোবর এই ৫ জন বিদেশি পর্যটক আসেন। শনিবার তাঁদের মুম্বই উড়ে যাওয়ার কথা। কিন্তু তার আগেই এদিন দুপুরে ওই দলের ১ সদস্যার দেহ উদ্ধার হল। এই ঘটনার পর পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। সব সম্ভাবনার কথা মাথায় রেখেই তদন্ত এগোচ্ছে তারা। ওই মহিলার শারীরিক কোনও সমস্যা আগে থেকেই ছিল কিনা তাও খোঁজ নিচ্ছেন আধিকারিকরা।