কুলগামে ৫ বাঙালি শ্রমিককে ঘর থেকে টেনে নিয়ে গিয়ে সারি দিয়ে দাঁড় করিয়ে গুলিতে ঝাঁঝরা করে দেয় জঙ্গিরা। সেই পৈশাচিক কাণ্ডের পর জম্মু কাশ্মীর থেকে পশ্চিমবঙ্গ থেকে সেখানে কাজ করতে যাওয়া শ্রমিকদের ফেরানোর উদ্যোগ নেয় রাজ্য সরকার। রাজ্য সরকারের উদ্যোগে জম্মু কাশ্মীরে কর্মরত ১৩৩ জন শ্রমিককে সোমবার ফিরিয়ে আনা হল কলকাতায়। শেষ বিকেলে জম্মু তাওয়াই এক্সপ্রেস কলকাতা স্টেশন ছুঁতেই একে একে লাইন দিয়ে নেমে আসেন এই যুবকরা। তাঁদের স্বাগত জানাতে কামরার সামনেই উপস্থিত ছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
৫ বাঙালি শ্রমিককে ওভাবে হত্যার পর তাঁদের সঙ্গেও কখন কি হয় সে আতঙ্কে তাঁরা ছিলেন বলে এদিন স্বীকার করেন কলকাতায় ফেরা শ্রমিকরা। আপাতত নিজভূমে ফিরে খুশি তাঁরা। তবে একটা চিন্তাও তাঁদের কুড়ে কুড়ে খাচ্ছে। জম্মু কাশ্মীরে কাজ করলে যে টাকাটা রোজগার করা যেত সেটা মাস গেলে এখানে কী করে রোজগার হবে? জম্মু কাশ্মীরের আপেল বাগানে কাজের মজুরি যে অনেকটাই বেশি! আপাতত এখানে থেকেই কাজ খুঁজবেন বলে জানান অনেকে।
সোমবার ১৩৩ জন ট্রেন থেকে নামার পর ফিরহাদ হাকিম তাঁদের সঙ্গে করেই স্টেশন থেকে বার হন। তাঁদের সঙ্গে কথা বলেন। পরে এঁদের খাবার দেওয়া হয়। তুলে দেওয়া হয় যিনি যে জেলার বাসিন্দা সেই জেলামুখী বাসে। তাঁদের বাসে করে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বও এদিন নিয়েছিল রাজ্য সরকার।