তাঁদের দাবি ফি বৃদ্ধি করা হয়েছে। না দিলে পরীক্ষায় বসতে দেওয়া হবেনা। কিন্তু তাঁরা এই ফি বৃদ্ধি মানছেন না। তাঁদের দাবি ফি অবিলম্বে কমাতে হবে। এই বিষয়কে সামনে রেখে দক্ষিণেশ্বরের হীরালাল কলেজে কার্যত তাণ্ডব চালালেন ছাত্রীরা। ভেঙে চুরমার করা হয় কলেজের সম্পত্তি। ছাত্রীরাই এই ভাঙচুর চালান। কাচের জানালা থেকে অন্যান্য জিনিসপত্র ভাঙা হয়। এই তাণ্ডবে আতঙ্কিত হয়ে পড়েন শিক্ষক শিক্ষিকারা।
মঙ্গলবার ছাত্রীরা কলেজের অধ্যক্ষার ঘরে প্রবেশ করেন। ছাত্রীদের অভিযোগ অধ্যক্ষার সঙ্গে কথা বলতে গেলে কলেজের অশিক্ষক কর্মচারীরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন। তাঁদের অসম্মান করা হয়। এই নিয়েও ছাত্রীরা তাঁদের ক্ষোভ উগরে দেন। অবস্থা ক্রমশ জটিল আকার নেওয়ায় কলেজ চত্বরে আতঙ্ক ছড়ায়। কলেজ কর্তৃপক্ষ এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ। প্রয়োজনে ছাত্রীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের কথা তাঁরা ভাবছেন।
ছাত্রীদের দাবি এভাবে ফি বাড়ানো তাঁরা মেনে নিচ্ছেন না। যদিও কলেজের দাবি ফি বাড়ানো হয়নি। তবে এদিন এই ঘটনাকে কেন্দ্র করে হীরালাল মহিলা কলেজে যে তাণ্ডব হল তাও বাঞ্ছনীয় নয় বলেই মনে করছে শিক্ষা মহল। পড়ুয়াদের এমন তাণ্ডব অভিপ্রেত নয় বলেই মনে করছে তারা। বিষয়টি আলোচনার মধ্যে দিয়ে মীমাংসা করা যেত বলে মনে করে শিক্ষা মহলের একাংশ।