খোদ কলকাতার বুকে সোমবার সকালে জনবহুল এলাকায় এক যুবককে গুলি করে চলে গেল ২ দুষ্কৃতি। ওই যুবককে পিছন থেকে গুলি করা হয়। রাস্তার ওপরই লুটিয়ে পড়েন ওই যুবক। স্থানীয়রাই তাঁকে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেন। ওই যুবককে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবকের দাবি, তিনি আরএসএস-এর কর্মী।
তখন সকাল প্রায় ১০টা। গার্ডেনরিচের মত এলাকায় তখন মানুষজনের অভাব নেই। তখনই রাস্তার ওপর দাঁড়িয়েছিলেন বীর বাহাদুর সিং নামে ওই যুবক। স্থানীয়দের দাবি তাঁকে পিছন থেকে ২ যুবক গুলি করে চম্পট দেয়। দ্রুত স্থানীয়রা ছুটে আসেন। যদিও ২ দুষ্কৃতিকে ধরা সম্ভব হয়নি। এদিকে এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ হাজির হয়।
বীর বাহাদুরকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর নিজের দাবি এর পিছনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের হাত রয়েছে। পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে। বীর বাহাদুরের দাবিও খতিয়ে দেখা হচ্ছে। কোনও ব্যক্তিগত বা পারিবারিক আক্রোশ কাজ করেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে পুরনো কোনও শত্রুতার ঘটনা এই ঘটনার পিছনে রয়েছে কিনা।