পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে অনেকদিন আগেই। ক্রমে তা সেঞ্চুরি হাঁকিয়েছে। পরে তা ১৫০ হাঁকিয়েছে। এভাবে বাড়তে থাকা পেঁয়াজের দাম পেঁয়াজ না কেটেই মধ্যবিত্তের চোখ জল আনার জন্য যথেষ্ট হয়ে দাঁড়ায়। এই অবস্থায় রাজ্য সরকারের উদ্যোগে কিছুটা স্বস্তি দেওয়ার চেষ্টা হল সাধারণ মানুষকে। সোমবার থেকে রেশন দোকান থেকে পেঁয়াজ দেওয়া শুরু হল। দাম ৫৯ টাকা কেজি। এটা এখন পেঁয়াজের জলের দর। ফলে খবর পাওয়া মাত্রই সব কাজ ফেলে মানুষ রেশন কার্ড হাতে লাইন দিয়েছেন রেশন দোকানে।
রেশন দোকানে ১ কেজি পেঁয়াজ গ্রাহকদের হাতে তুলে দেওয়া হচ্ছে ৫৯ টাকায়। ১ কেজির বেশি চাইলে অবশ্য মিলছে না। মুখ্যমন্ত্রী এদিন খড়গপুরের জনসভা থেকে জানিয়েছেন মানুষের সুরাহা করতে তাঁর সরকার পেঁয়াজে কেজি প্রতি ৫০ টাকা করে ভর্তুকি দিচ্ছে। ফলে ৫৯ টাকা কেজি দরে পেঁয়াজ গ্রাহকদের হাতে তুলে দেওয়া সম্ভব হচ্ছে। রেশন ছাড়াও সুফল বাংলার স্টল থেকেও ওই একই দামে পেঁয়াজ দেওয়া হচ্ছে গ্রাহকদের।
সোমবার থেকে শুরু হওয়ায় অনেক রেশন দোকানে ভিড় জমেছে। কোথাও একটু কম। খবর ছড়াতে সময় লেগেছে। তাই রেশন দোকানের মালিকদের দাবি, আগামী দিনে ভিড় আরও ভয়ংকর চেহারা নেবে। খবর ছড়ানোর পর মঙ্গলবার থেকেই রেশন দোকানে তিল ধারণের জায়গা থাকবে না বলে মনে করছেন তাঁরা। তবে রেশন দোকান থেকে পেঁয়াজ মেলায় কিছুটা হলেও হাঁফ ছেড়ে বাঁচলেন মানুষজন।