সাঁতারে ছিলেন তুখোড়। বয়স ৭৮ বছর হলে কী হবে তিনি এখনও নিয়মিত সাঁতার কাটতেন রবীন্দ্র সরোবরে। বর্ধিষ্ণু অ্যান্ডারসন ক্লাবের সদস্য ছিলেন তিনি। ক্লাবের সদস্য হিসাবেই জলে নামতেন তিনি। শীতে কেবল ক্লাব সদস্যরাই এই সুযোগ পেয়ে থাকেন। মঙ্গলবারও তিনি সকালে জলে নামেন। পোশাক ছিল ক্লাবেই। দীর্ঘক্ষণ হয়ে যাওয়ার পরও তাঁকে দেখা না যাওয়ায় সন্দেহ হয় ক্লাবের সদস্যদের। নিজেরা কিছুটা খোঁজার চেষ্টা করেন জলে। তারপর পুলিশে খবর দেন।
পুলিশ আসার পর বিপর্যয় মোকাবিলা দফতরের ডুবুরি জলে নামে। রবীন্দ্র সরোবরের জল তন্ন তন্ন করে খোঁজা হয়। দীর্ঘক্ষণ ধরে খোঁজ চলে। অবশেষে দুপুরে তাঁর দেহ জলের তলায় দেখতে পান উদ্ধারকারীরা। সত্যব্রত সেন নামে ওই বৃদ্ধকে এরপর ওপরে তুলে আনা হয়। মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
সত্যব্রতবাবু গড়িয়াহাট এলাকার বাসিন্দা। তাঁর মৃত্যুতে অ্যান্ডারসন ক্লাবে শোকের ছায়া নেমে আসে। আপাতত বন্ধ হয় জলে নামা। কীভাবে তাঁর মৃত্যু হল তা এখনও পরিস্কার নয়। তবে তিনি যথেষ্ট দক্ষ সাঁতারু ছিলেন বলেই জানা গেছে। তবে কী জলেই কোনও শারীরিক সমস্যার শিকার হন? এমন প্রশ্ন উঠছে। তবে উত্তর পরিস্কার নয়। পুলিশ গোটা বিষয়টি খতিয়ে দেখছে।