সল্টলেকের বিখ্যাত হাসপাতাল আনন্দলোক বন্ধ হয়ে যাচ্ছে। নতুন বছরের প্রথম দিন থেকে সেখানে তালা ঝুলবে। সেকথা জানিয়ে কর্তৃপক্ষের তরফ থেকে একটি লকআউট নোটিসও হাসপাতালে দিয়ে দেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বেশ কিছু বিষয়কে সামনে রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন। আর তা ওই লকআউট নোটিসেই স্পষ্ট করে দেওয়া হয়েছে। অল্প খরচে চিকিৎসার জন্য আনন্দলোক বিখ্যাত ছিল। সেই হাসপাতালে তালা ঝোলার খবরে রীতিমত চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের তরফে পরিস্কার করা হয়েছে যে হাসপাতালের রোজগার অনেকটাই কমে গেছে। দৈনন্দিন রোজগার এতটা কমার ফলে তাঁদের পক্ষে আর হাসপাতাল চালানো সম্ভব হচ্ছেনা। এছাড়া হাসপাতালের কর্মচারিদের আচরণ নিয়েও ক্ষোভ রয়েছে কর্তৃপক্ষের। তবে কর্তৃপক্ষ এটা বুঝিয়ে দিয়েছেন ডিসেম্বর শেষ পর্যন্ত যাবতীয় বকেয়া মেটানোর দায়িত্ব তাঁদের।
হাসপাতালে এমন একটা কিছু হতে পারে তার ইঙ্গিত নাকি বেশ কিছুদিন ধরেই পাচ্ছিলেন কর্মচারিরা। এদিকে মাইনে ঠিকঠাক না পাওয়ায় চিকিৎসকদেরও হাসপাতাল নিয়ে উৎসাহ কমছিল। অনেকেই অন্যত্র চলে যাচ্ছিলেন। তবে কর্মচারিরা এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। তাঁরা হাসপাতাল চত্বরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে ক্ষোভও উগরে দেন। এদিকে লকআউট নোটিসের পর এখন যে কজন রোগী রয়েছেন তাঁদের ডিসচার্জ করা হচ্ছে।