গত জুলাই মাসে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়ে আসার পর থেকে নানাভাবে রাজ্যপাল জগদীপ ধনকর ও রাজ্য সরকারের মধ্যে দূরত্ব তৈরি হতে শুরু করে। যাদবপুর কাণ্ড থেকে যে দূরত্বের সূত্রপাত হয় তা ক্রমশ খবরের শিরোনামে জায়গা করে নেয়। রাজ্যপাল ও রাজ্য সরকার, ২ দিক থেকেই একে অপরের দিকে তোপ বর্ষণ চলছিল। যা রাজ্যে রীতিমত চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। অবশেষে বছরের শেষ দিনে এসে সেই চওড়া হতে থাকা ফাটলে কিছু প্রলেপ পড়ল কী? প্রশ্ন সকলের।
প্রশ্নটা তৈরি হওয়ার কারণ রয়েছে। মঙ্গলবার রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে দেখা করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। রাজ্যপালের ডাকে সাড়া দিয়েই তাঁর সঙ্গে দেখা করতে যান পার্থবাবু। ২ জনের মধ্যে এদিন প্রায় আধঘণ্টা বৈঠক হয়। বৈঠকের পর বৈঠক নিয়ে কিন্তু সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল। বুঝিয়ে দিয়েছেন তিনি খুশি হয়েছেন।
যাদবপুরে গিয়ে ছাত্র বিক্ষোভের মুখে পড়া, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে তাঁকে ঢুকতেই না দেওয়া, ছাত্রছাত্রীদের তরফ থেকে তাঁকে বয়কট করা, একের পর এক ঘটনা নিয়ে আলোচনা চাইছিলেন রাজ্যপাল। রাজ্য সরকারের সঙ্গে আলোচনা চাইছিলেন। শিক্ষামন্ত্রী আগেই জানিয়েছিলেন জোর করে ডাকলে যাবেননা। তবে আলোচনা চাইলে যাবেন। এদিন তিনি যানও। পরে রাজ্যপাল জানান, অত্যন্ত ভাল বৈঠক হয়েছে। সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। ২০২০ সালের জন্য মমতা সরকারকে শুভেচ্ছাও জানান তিনি।