আন্তর্জাতিক মাদক পাচার চক্রের এক চাঁইকে শিয়ালদহ স্টেশন থেকে গ্রেফতার করল সিআইডি। গ্রেফতার করা হয়েছে তার এক সাগরেদকেও। গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদহে দাঁড়িয়ে থাকা আজমের এক্সপ্রেসের একটি কামরায় আচমকাই হানা দেয় সিআইডির একটি দল। সেখান থেকেই এই ২ জনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২ কেজি ব্রাউন হেরোইন উদ্ধার করা হয়েছে। সিআইডি সূত্রের খবর, এরা ২ জনই ১টি আন্তর্জাতিক মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত। রাজস্থান থেকে গ্যাংটক পর্যন্ত বিস্তৃত এদের জাল। মাদক সাপ্লাই দিতেই তাদের কলকাতায় আসা। এমন বিভিন্ন শহরেই তারা মাদক পাচার করে বেড়ায়। এদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছেন গোয়েন্দারা।
Leave a Reply