কোথাও সকলে একসঙ্গে হয়ে গান গাইছেন। উই শ্যাল ওভারকাম। কেউ নিজের মত করে তার সঙ্গে নাচছেন। এঁরা মঞ্চের মানুষ। নাট্য ব্যক্তিত্ব থেকে নাট্যকর্মী। অভিনয় তাঁদের নেশা। তাঁদের পেশা। অভিনয় তাঁদের রক্তের সঙ্গে মিশে গেছে। চেনা গণ্ডিতেই তাঁদের সাধারণভাবে দেখা যায়। পরিচিতজনেরা আমজনতার মাঝে দুম করে বারও হন না। তেমনই সব মানুষ এদিন নেমে পড়লেন রাস্তায়। হাঁটলেন রাসবিহারী থেকে অ্যাকাডেমি চত্বর পর্যন্ত। এমনও অনেকে হাঁটলেন যাঁদের শারীরিক কারণে এত হাঁটা মানা।
নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে দীর্ঘদিন ধরেই রাজ্যে আন্দোলন চলছে। রাজনৈতিক দলগুলি তাদের মত করে আন্দোলন করছে। আর বিভিন্ন ক্ষেত্রের মানুষজন, পড়ুয়া, সহনাগরিকরা নিজেদের মতন করে। তবে তাঁরা সকলেই পথে নামছেন। প্রতিবাদ করছেন এই আইনের। সেই প্রতিবাদে এবার খোলাখুলি রাস্তায় নেমে প্রতিবাদের রাস্তায় হাঁটলেন বাংলার নাট্য জগতের ব্যক্তিত্বরা।
বিভাস চক্রবর্তী, মেঘনাদ ভট্টাচার্য, শুভাশিস মুখোপাধ্যায়, দুলাল লাহিড়ী সহ অনেকেই এদিন পথে নামলেন। পা মেলালেন অন্য নাট্যকর্মীদের সঙ্গে। অ্যাকাডেমি চত্বরে একটি মঞ্চ বেঁধে সেখান থেকে বক্তব্য রাখলেন অনেকে। সব মিলিয়ে সিএএ-এর বিরোধিতা করে এবার পথে সংস্কৃতি জগতের আরও মানুষজন। প্রসঙ্গত সিএএ-র বিরোধিতা করে বিজেপির তোপের মুখে পড়তে হয়েছে বাংলার বেশ কয়েকজন সংস্কৃতি জগতের মানুষকে।