করোনা ভাইরাসের দাপটে চিনে ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৬০ পার করেছে। সারা বিশ্ব জুড়েই ছড়িয়ে পড়েছে চিনের এই সংক্রমণ আতঙ্ক। ফলে চিনের নাগরিক হলে বা চিন থেকে কেউ হালফিল নিজের দেশে ফিরলে তাঁকে বিমানবন্দরেই আলাদা করে পরীক্ষা করা হচ্ছে। প্রায় সব দেশেই এই ব্যবস্থা চালু হয়েছে। যাতে সেই দেশেও এই ভাইরাস ছড়িয়ে না পড়তে পারে। সেই ভয়ংকর করোনা ভাইরাসের আতঙ্ক এবার কিন্তু ছড়াল খোদ কলকাতায়।
চিন থেকে নামিবিয়া, মাদাগাস্কার, মরিশাস হয়ে ভারতে গত ২৪ জানুয়ারি আসেন চিনেরা যুবতী হু মাই। ৬ মাস আগে চিন থেকে বার হওয়া ওই যুবতী গত রবিবার অসুস্থ বোধ করায় একটি বেসরকারি চিকিৎসা কেন্দ্রে স্বাস্থ্য পরীক্ষা করান। সেখান থেকে তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে পাঠানো হয়। প্রসঙ্গত করোনা আতঙ্কে বেলেঘাটা আইডি-তে ইতিমধ্যেই একটি বিশেষ ইউনিট খোলা হয়েছে। রবিবার থেকে ওই যুবতী বেলেঘাটা আইডি-তে ভর্তি রয়েছেন।
সারারাত ওই যুবতীকে পরীক্ষার মধ্যে রাখেন চিকিৎসকেরা। তাঁকে দেখতে যান স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। পরে কলকাতা পুরসভার মেয়র পারিষদ স্বপন সমাদ্দার জানান, ওই যুবতীর প্যানিক অ্যাটাক হয়েছিল। সারা রাত তাঁকে পর্যবেক্ষণে রাখেন চিকিৎসকেরা। তাঁকে সোমবার ফের পরীক্ষা করা হয়। চিকিৎসকেরা জানিয়েছেন করোনা ভাইরাসের কোনও লক্ষ্মণ ওই চিনা যুবতীর মধ্যে নেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা