সুসজ্জিত রথ। ঘোড়ায় টানা। ঘোড়াদেরও সুন্দর করে সাজানো হয়েছে। সেখানেই চড়লেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রথ থেকে ফুল ছুঁড়ে দিতে থাকলেন বিজেপি কর্মীদের দিকে। এভাবেই পাটুলি থেকে বৃহস্পতিবার শুরু হয় বিজেপির সিএএ-র সমর্থনে অভিনন্দন যাত্রা। বিজেপির শ্রমিক সংগঠনের এই মিছিলে যোগ দেন কয়েক হাজার মানুষ। বিশাল তিরঙ্গা, বিজেপির মিছিল, প্ল্যাকার্ড নিয়ে বর্ণোজ্জল এই মিছিলের ঘোড়ায় টানা রথে নেতৃত্ব দেন দিলীপ ঘোষ।
বিজেপির এই মিছিলের গন্তব্য ছিল বাঘাযতীন। কিন্তু পাটুলি থেকে বাইপাসে ওঠার রাস্তার আগেই ব্যারিকেড করে রেখেছিল পুলিশ। পুলিশের তরফে জানানো হয় কোনও অনুমতি ছাড়াই এই মিছিল করছে বিজেপি। তাই মিছিলকে বাইপাসে উঠতে দেওয়া হবেনা। সকলেই অপেক্ষা করছিলেন। অপেক্ষা করছিল প্রচুর পুলিশও। মিছিল ব্যারিকেডে পৌঁছলে একটা ধস্তাধস্তির পরিস্থিতির জন্য তৈরি ছিলেন সকলে। মিছিল হাজিরও হয় ব্যারিকেডের সামনে কিন্তু কোনও ধস্তাধস্তির পথে যাননি বিজেপি কর্মীরা। ওখানেই একটি সভা করেন দিলীপবাবু। কিন্তু কোনও সংঘাতের পথে এদিন পা দেয়নি বিজেপি। ফলে ব্যারিকেড নিয়ে ধস্তাধস্তির পরিস্থিতিই সৃষ্টি হয়নি।
পাটুলিতে যখন সিএএ-র সমর্থনে বিজেপি অভিনন্দন যাত্রা করছে মৌলালির রামলীলা ময়দান থেকে বাম ও কংগ্রেসের যৌথ মিছিল বার হয় সিএএ বিরোধিতায়। বিশাল মিছিলের নেতৃত্ব দেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য সহ অনেক নেতা। মিছিলে পা মেলান বহু বাম ও কংগ্রেস সমর্থক। পায়ে হাঁটে এগোয় মিছিল। হাঁটেন বিমান বসু, প্রদীপ ভট্টাচার্য সহ অনেক বর্ষীয়ান নেতা। মিছিল যায় বেলেঘাটা পর্যন্ত।