গত বৃহস্পতিবার সিএএ-র সমর্থনে অভিনন্দন যাত্রা করে বিজেপি। পাটুলি থেকে বার হওয়া সেই অভিনন্দন যাত্রার নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। মিছিল পাটুলি ফায়ার সার্ভিসের কাছে পৌঁছলে ব্যারিকেড করে মিছিল আটকে দেয় পুলিশ। দিলীপ ঘোষ তারপর যে ঘোড়ায় টানা রথে এগোচ্ছিলেন সেই রথ থেকেই নিজের বক্তব্য পেশ করতে থাকেন।
বিজেপির এই মিছিলের মাঝেই এক তরুণীকে দেখা যায় সিএএ বিরোধী পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকতে। বিজেপি কর্মীদেরও তা নজরে আসে। তাঁরা ছুটে এসে হাতে থাকা পোস্টার ছিঁড়ে দেন। চলে দেদার গালিগালাজ। এই অবস্থায় ওই তরুণীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। তারপরই দিলীপবাবু ওই ঘটনা প্রসঙ্গে বলেন, ওই তরুণীর ১৪ পুরুষের ভাগ্য ভাল যে আর কিছু কেউ করেনি। কেবল পোস্টার ছিঁড়ে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁদের কর্মীদের সামনে আসে কেন সে প্রশ্নও তুলেছেন দিলীপবাবু।
দিলীপবাবুর মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় ওঠে। শুক্রবার ওই তরুণী সুদেষ্ণা দত্তগুপ্ত পুলিশে অভিযোগ দায়ের করেছেন। দিলীপ ঘোষের বিরুদ্ধে হানিকারক উস্কানি দেওয়ার অভিযোগ তুলেছেন ওই তরুণী। দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী অভিযোগ দায়ের করার পর পুলিশ একাধিক ধারায় দিলীপ ঘোষের বিরুদ্ধে মমালা করেছে।
পাটুলিতে যে পোস্টার নিয়ে ওই ছাত্রী দাঁড়িয়েছিলেন তাতে নো এনআরসি, নো সিএএ, নো এনপিআর লেখা ছিল। কয়েকজন বিজেপি কর্মী তাঁর কানের কাছে এসে জয় শ্রীরাম ধ্বনি দেন বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে ওই ঘটনার পর ওই ছাত্রী সম্পর্কে যে মন্তব্য দিলীপবাবু পেশ করেন তার সমালোচনা করেছে তৃণমূল, বাম ও কংগ্রেস। প্রায় প্রত্যেক দলের প্রশ্ন কেউ কিছু করেনি বলতে তিনি কী করার কথা বোঝাতে চেয়েছেন তা পরিস্কার করুন বিজেপির রাজ্য সভাপতি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা