Kolkata

এবিটিএ-এর অনুষ্ঠানে প্রদীপ থেকে আগুন

নিখিল বঙ্গ শিক্ষক সমিতি বা এবিটিএ-এর শতবর্ষ উদযাপনের অনুষ্ঠানে হৈহৈ কাণ্ড। বামপন্থী শিক্ষক সংগঠন হিসাবে এ রাজ্যে পরিচিত এবিটিএ। তাদের শতবর্ষ পূর্তির অনুষ্ঠান চলছিল গণেশচন্দ্র অ্যাভিনিউ-র একটি হলে। ছোট হল। তবে সেই হলেই উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, শিক্ষাবিদ পবিত্র সরকারের মত মানুষজন। শতবর্ষ উদযাপনের অনুষ্ঠান শুরু হয় প্রদীপ জ্বালিয়ে।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। যেমনটা হয়ে থাকে। হলে তখন এবিটিএ সদস্যদের ভিড় উপচে পড়ছে। সুন্দর অনুষ্ঠানের মাঝেই কিন্তু ঘটল বিপত্তি। যে প্রদীপ প্রজ্বলন করা হয়েছিল তা থেকে এক সময় আগুনের লেলিহান শিখা জ্বলে ওঠে। প্রদীপের আগুন ভয়ংকর চেহারা নেয়। শিখা দমকে দমকে তার দাপট বাড়াতে থাকে।


আতঙ্কিত হয়ে পড়েন সকলে। যদিও অতিথিরা সকলে ডায়াসেই বসেছিলেন। তারমধ্যেই দেখা যায় এক সময় আগুন দাউদাউ করে জ্বলে উঠে ঘর ধোঁয়ায় ভরে গিয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনতে অবশেষে একটি কম্বল ফেলে দেওয়া হয় প্রদীপদানের ওপর। প্রদীপ দানটি উল্টে পড়ে। তবে আগুন নিয়ন্ত্রণে আসে। ধোঁয়ায় ঘর ভরে যায়। একটা বড় বিপদের হাত থেকে রেহাই মেলে।


Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button