ছড়াচ্ছে করোনা। কেন্দ্র থেকে রাজ্য সরকার যে কোনও জমায়েত এড়ানোর পরামর্শ দিচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও করোনা থেকে দূরে থাকতে নানা পরামর্শ দিয়েছে। এদিকে ভারতে ১১৪ ছুঁয়েছে করোনা রোগীর সংখ্যা। অনেক জায়গা বন্ধ রাখা হচ্ছে। স্কুল, কলেজও বন্ধ। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের আইনজীবীরাও আদালত থেকে নিজেদের দূরে রাখার সিদ্ধান্ত নিলেন। আপাতত ২১ মার্চ পর্যন্ত আদালতে আর কোনও মামলা লড়বেন না তাঁরা।
ওয়েস্ট বেঙ্গল বার কাউন্সিল বৈঠকের পর একথা জানিয়ে দিয়েছে যে ২১ মার্চ পর্যন্ত তারা আদালতমুখো হচ্ছেনা। এদিন জরুরি ভিত্তিতে বৈঠক করে নেওয়া এই সিদ্ধান্ত ফের পর্যালোচনা হবে আগামী ২০ মার্চ। সেই বৈঠকে স্থির হবে যে আদৌ আদালত থেকে দূরে থাকার দিন বর্ধিত করা হবে কিনা।
করোনাকে নিয়ে তৈরি হওয়া পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে বার কাউন্সিলের তরফে জানানো হয়েছে। শুধু পশ্চিমবঙ্গ বলেই নয়, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে। এই সিদ্ধান্ত হাইকোর্ট, প্রত্যেক জেলা আদালত ও অধস্তন আদালত এবং ট্যাক্স ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য হবে।