এতদিন ভারতের নানা রাজ্যে করোনার শিকারের খোঁজ মিললেও সেই তালিকায় নাম ছিলনা পশ্চিমবঙ্গের। রাজ্য সরকার একগুচ্ছ পদক্ষেপ করে করোনা রোখার চেষ্টাও চালাচ্ছে। এরমধ্যেই মঙ্গলবার কলকাতায় মিলল এই রাজ্যের প্রথম করোনার শিকারের খোঁজ। ওই যুবককে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। লন্ডন থেকেই তাঁর দেহে করোনা ভাইরাসের সংক্রমণ হয়েছিল বলে মনে করছেন বিশেষজ্ঞেরা।
গত রবিবারই ওই তরুণ কলকাতায় পা রাখেন। বিমান থেকে নামার পর বিমানবন্দরে তাঁর পরীক্ষাও হয়। কিন্তু তখন তাঁর শরীরে কোনও করোনা লক্ষ্মণ ধরা পড়েনি। এরপর তিনি গত ২ দিনে বেশ কয়েক জায়গায় ঘুরেছেন। মানুষের সঙ্গে কথা বলেছেন। এদিকে যে অনুষ্ঠানে যোগ দিতে তিনি লন্ডন গিয়েছিলেন সেই অনুষ্ঠানে উপস্থিত কয়েকজনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে শুনে তিনি ফের পরীক্ষা করান। আর তারপরই তাঁর দেহে করোনার অস্তিত্বের খোঁজ পাওয়া যায়।
কলকাতায় ওই তরুণকে করোনার শিকার হিসাবে পাওয়ার পর এবার ভারতের বেশকিছু করোনা শিকার রাজ্যের তালিকায় পশ্চিমবঙ্গের নামও ঢুকে গেল। এদিকে ভারতে মঙ্গলবার দিনের শেষে ১৩৭ জনের দেহে করোনার অস্তিত্বের খোঁজ মিলেছে। গত সোমবার যা ছিল ১১৪ জন। ক্রমশ ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। বিশ্বজুড়ে এদিন করোনার শিকারের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ লক্ষ ৯৪ হাজার ৫০৩ জনে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা