কলকাতায় দ্বিতীয় করোনা আক্রান্তের খোঁজ মিলল। এই নিয়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২। জানা গেছে গত ১৩ মার্চ লন্ডন থেকে দিল্লি হয়ে কলকাতায় ফেরেন এক তরুণ। তার ৩ দিন পর তাঁর শরীরে করোনার উপসর্গ দেখা যায়। তখন থেকে বাড়িতেই কোয়ারেন্টিনে ছিলেন তিনি। এরপর বেলেঘাটা আইডি-তে পরীক্ষা করানোর পর তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আপাতত বেলেঘাটা আইডি-তেই আইসোলেশন ওয়ার্ডে ভর্তি তিনি।
বালিগঞ্জের বাসিন্দা ওই তরুণের পরিবারের লোকজনকেও আলাদা করা হয়েছে। তাঁদের কোয়ারেন্টিনে রাখা হয়েছে। খোঁজ নেওয়া হচ্ছে এই কদিনে তাঁর সংস্পর্শে কে কে এসেছিলেন। জানা গিয়েছে ওই তরুণের সঙ্গে তাঁর ২ বন্ধুও ফেরেন লন্ডন থেকে। তাঁদেরও দেহে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। তবে ওই ২ তরুণ ভিনরাজ্যের বাসিন্দা। তাঁদের ১ জন পঞ্জাব ও ১ জন ছত্তিসগড়ের বাসিন্দা।
ভারতে এখনও পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা ১৯৮ জনে ঠেকেছে। এঁদের ৩ জনকে ধরে। এদিকে ভারতে করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ৫ জনে ঠেকল। যারমধ্যে ৪ জন ভারতীয়। ১ জন বিদেশি। ভারত সরকার সহ রাজ্য সরকারগুলি করোনা ঠেকাতে নতুন পদক্ষেপ করে চলেছে। দেশবাসীকেও প্রয়োজনীয় বিধিনিষেধ মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী রবিবার প্রধানমন্ত্রী দেশ জুড়ে ১৪ ঘণ্টার জন্য জনতা কার্ফু-র ডাক দিয়েছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা