শনিবার সকালেই জানা গিয়েছিল হাবড়ার এক তরুণীর দেহে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। আর শনিবার বিকেলে জানা যায় রাজ্যে আরও এক করোনার শিকার ভর্তি হাসপাতালে। ফলে রাজ্যে আরও এক সংক্রমিতের খোঁজ মিলল। দমদমের বাসিন্দা ওই করোনা আক্রান্ত প্রৌঢ় গত ১৩ মার্চ থেকে জ্বরে ভুগছিলেন। ১৬ মার্চ তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
৫৭ বছর বয়স্ক ওই ব্যক্তির উপসর্গ দেখে পরে এসএসকেএম হাসপাতালে তাঁর লালারস পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখান থেকে নমুনা যায় নাইসেড-এ। সেখানে পরীক্ষা হয়। রিপোর্টে করোনা পজিটিভ হিসাবে ধরা পড়ে। রাজ্যে এই নিয়ে করোনার শিকার দাঁড়াল ৪-এ। প্রথম ৩ জন বিদেশ থেকে ফেরেন। ৩ জনই তরুণ-তরণী। ২ জন ফেরেন লন্ডন থেকে। ১ জন স্কটল্যান্ড থেকে। কিন্তু দমদমের প্রৌঢ় কোনওদিন বিদেশেই যাননি।
রেলের কর্মী ওই প্রৌঢ় নিজে তো কখনও বিদেশ যানইনি, তাঁর পরিবারের কেউও বিদেশে যাননি। তাঁর কীভাবে করোনা সংক্রমণ হল তা ভাবাচ্ছে সকলকে। তাঁর পরিচিত কেউ বিদেশে গিয়েছিলেন কিনা তার খোঁজ চলছে। এদিকে আপাতত ভেন্টিলেশনে রয়েছেন ওই ব্যক্তি। রাজ্যে এ সপ্তাহের শুরুতেই ধরা পড়ে ১ তরুণ লন্ডন থেকে ফিরেছেন। তাঁর দেহে করোনার সংক্রমণ রয়েছে। তা সত্ত্বেও তিনি বাইরে ২ দিন ঘোরেন। দ্বিতীয় তরুণ বালিগঞ্জের বাসিন্দা। তৃতীয় জন এক তরুণী। চতুর্থ জন এক প্রৌঢ়।