
মদ, জুয়ার প্রতিবাদ করায় দুষ্কৃতীদের হাতে প্রহৃত হলেন খড়দহের এক যুবক। তাঁর মাথায় ধারালো অস্ত্রের কোপ পড়েছে। তারক সিং নামে ওই যুবককে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তাঁর এক প্রতিবেশি ভরত ঘোষও। তাঁকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, খড়দহের পাটুলিয়ার ঘোষপাড়া এলাকা বেশ কিছুদিন ধরেই মদ, জুয়ার মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। দুষ্কৃতীরা প্রকাশ্যেই বসে মদ্যপান করছে। এদের জন্য পাড়ার মহিলাদের বাড়ি থেকে বার হওয়া মুশকিল হয়ে দাঁড়িয়েছে। নিত্যদিনই এদের কটূক্তির শিকার হতে হচ্ছে মহিলাদের। এই ঘটনার প্রতিবাদে বেশ কয়েকদিন ধরেই সরব ছিলেন তারক সিং। ফলে তাঁকে ভাল চোখে নিচ্ছিল না দুষ্কৃতীরা। রবিবার রাতে ফের প্রকাশ্যে মদের আসর বসালে তার প্রতিবাদ করেন তারকবাবু। অভিযোগ তখনই দুষ্কৃতীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তারকবাবুকে বাঁচাতে এসে আহত হন আর এক প্রতিবেশি ভরত ঘোষ। দুজনকেই হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ এলাকায় মদ, জুয়ার আসর নিয়ে পুলিশে বারবার জানান হলেও ব্যবস্থা নেয়নি পুলিশ।