করোনা নিয়ে ব্যবসায়ী মহল তো বটেই পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতনতার বার্তা দিতে পথে নামার সিদ্ধান্ত নিল উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতি। আগামী মঙ্গলবার বিকেল ৪টেয় তারা উত্তর কলকাতার জোড়াবাগান, বিকে পাল অ্যাভিনিউ, রবীন্দ্র সরণি, বিডন স্ট্রিট, হেদুয়া সংলগ্ন এলাকায় প্রচার করবে। নতুন বাজার, ছাতুবাবু বাজারেও যাবে তারা। মাইকে প্রচারের সঙ্গে সঙ্গে তারা ব্যবসায়ীদের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও সাবান বিলি করবে। পথ চলতি সাধারণ মানুষের মধ্যেও এগুলি বিলি করা হবে। এমনই জানিয়েছেন উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অভিজিৎ ধর।
অভিজিৎবাবু জানিয়েছেন, আপাতত আড়াই হাজার মাস্ক, স্যানিটাইজার ও সাবান বিলি করবেন তাঁরা। এটাই তাঁরা জোগাড় করে উঠতে পেরেছেন। তাও সেকাজ সহজ হয়নি বলেই জানিয়েছেন অভিজিৎবাবু। জানিয়েছেন এগুলি জোগাড় করতে তাঁরা পাশে পেয়েছেন পোস্তা মার্কেট অ্যাসোসিয়েশনকে। বিক্রেতারা যেন ক্রেতাদেরও সুরক্ষিত রাখতে সাহায্য করেন সে আবেদনও তাঁরা জানাবেন বিক্রেতাদের কাছে।
কাঁচা বাজার, মাছ-মাংসের দোকান যেমন খোলা থাকে তা থাকবে বলেই জানিয়েছেন অভিজিৎবাবু। তবে অন্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানগুলি দুপুর ১২টা থেকে সন্ধে ৭টা পর্যন্ত খোলা রাখার আবেদন করেছেন তাঁরা। বিক্রেতাদের স্বার্থেই এই পদক্ষেপের আবেদন জানানো হয়েছে বলে জানিয়েছেন অভিজিৎবাবু। তাঁর মতে, সময় কমিয়ে দোকান খোলা রাখার জন্য এলাকার সব ব্যবসায়ীকেই জানানো হয়েছে। ইতিমধ্যেই কয়েকটি দোকান তা মানতেও শুরু করেছে। করোনা মোকাবিলায় এই পদক্ষেপ জরুরি বলে জানান তিনি।
অনেক জায়গায় ন্যায্য মূল্যে জিনিস বিক্রি হচ্ছেনা বলে যে অভিযোগ সামনে আসছে তা নিয়েও উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতি কড়া অবস্থান নিয়েছে। সমিতির তরফে ব্যবসায়ীদের জানিয়ে দেওয়া হয়েছে যদি কেউ বেশি দামে জিনিস বিক্রি করছেন বলে অভিযোগ আসে আর তা সত্যি প্রমাণিত হয় তাহলে সমিতির পক্ষ থেকেই ব্যবস্থা নেওয়া হবে। ওই দোকানদারের বিরুদ্ধে প্রশাসনকে সমিতিই জানিয়ে দেবে। ক্রেতাদের কোনওভাবে ন্যায্য মূল্যের চেয়ে বেশি দামে জিনিস বিক্রি উত্তর কলকাতা ব্যবসায়ী সমিতি বরদাস্ত করবে না বলে জানিয়ে দিয়েছেন অভিজিৎবাবু।