বাঙালির অন্যতম রসনার নাম অবশ্যই মিষ্টি। সেই মিষ্টির দোকান লকডাউনের পর থেকেই বন্ধ। মিষ্টি নিত্যপ্রয়োজনীয় জিনিসের আওতায় পড়েনা। তাই তার শাটার নামানোই ছিল। লকডাউনের এক সপ্তাহ পরে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানালেন আর পুরোদিন বন্ধ নয়, মিষ্টির দোকান এবার খুলবে প্রতিদিন। তবে তার সময় বাঁধা থাকবে। প্রতিদিন ৪ ঘণ্টার জন্য দোকান খোলা যাবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, দুপুর ১২টা থেকে বিকেল ৪টে। এটাই হবে মিষ্টির দোকান খোলার সময়। এর আগে বা পরে দোকান বন্ধ থাকবে। তাঁর মতে, এতে অনেক দুধ ব্যবসায়ীর ক্ষতি কমবে। ফলে বাঙালির জন্য খুশির খবর। এদিকে মিষ্টির দোকান খুললে অনেক মানুষের রোজগার নিশ্চিত হবে। কারণ প্রায় প্রতিটি মিষ্টির দোকানেই কর্মচারি হিসাবে কাজ করেন মানুষজন। এঁদের রোজগার বজায় থাকবে।
এদিন থেকে ব্যাঙ্কিং পরিষেবাও দিনভর হয়ে গেছে। যদিও সাধারণ মানুষ তা পাচ্ছেন সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত। এভাবেই ২ দিন আগে রাজ্য সরকার সন্ধেতেও মুদির দোকান খোলা রাখাতে ছাড় দেয়। লকডাউনের মধ্যেও এমন কিছু ছাড় কিন্তু মানুষকে মানসিক দিক থেকে ভাল রাখতে শুরু করেছে।