Kolkata

রাজ্যে করোনা সংক্রমিত আরও ১১ জন, এক পরিবারেরই ৬ জন

রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা আরও ১১ জন বাড়ল। শনিবার বিকেল পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ১১ জনের শরীরে করোনার অস্তিত্ব খুঁজে পাওয়া গিয়েছে। এঁদের মধ্যে ৬ জন একই পরিবারের সদস্য। এঁরা সকলেই কালিম্পংয়ের বাসিন্দা। এছাড়া বাকি ৫ জন রাজ্যের অন্যান্য অংশের বাসিন্দা।

এই নিয়ে রাজ্যে মোট সংক্রমিতের সংখ্যা দাঁড়াল ৪৯-এ। শনিবার একথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। সারা দেশেও করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে। করোনা সংক্রমিত হিসাবে শনিবার যাঁদের পাওয়া গিয়েছে তাঁদের একটা বড় অংশ তবলিঘি জামাত সদস্য।


স্বাস্থ্য মন্ত্রকের তরফে শনিবার বিকেলে জানানো হয়েছে গত ২৪ ঘণ্টায় ভারতে সংক্রমিতের সংখ্যা বেড়েছে ৫২৫ জন। মৃত্যু হয়েছে ১৩ জনের। এরফলে ভারতে করোনায় মৃতের সংখ্যা ৭৫ হল। সংক্রমিত ৩ হাজার ৭২ জন।

বিশ্বজুড়েও ক্রমশ বাড়ছে করোনা সংক্রমিতের সংখ্যা। বিশ্বের ২০৪টি দেশে করোনা সংক্রমিতের দেখা মিলেছে। সবচেয়ে শোচনীয় পরিস্থিতি ইউরোপের ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির। এছাড়াও ইউরোপের অন্য দেশগুলিতেও করোনা সংক্রমিত বাড়ছে।


অন্যদিকে আমেরিকায় করোনায় মৃত্যু বেড়েই চলেছে। সেইসঙ্গে তাল মিলিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা। বিশ্বে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজারের ওপর। সংক্রমিত প্রায় ১১ লক্ষ ৫৪ হাজার। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৪০ হাজার জন।

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button