
কলকাতা বন্দরের চেয়ারম্যান রাজপাল সিং কাঁহালোর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল পুলিশ। বুধবার মধ্য কলকাতার একটি হোটেলে একটি বাণিজ্যিক সংস্থার ডিরেক্টরের কাছ থেকে ২০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। গ্রেফতার করা হয়েছে ঘুষ দিতে আসা সংস্থার ডিরেক্টর জগতাপ দত্তাজিকেও। এদিকে কাঁহালোকে গ্রেফতার করার পর তাঁর বাড়িতেও তল্লাশি চালায় পুলিশ। সেখান থেকেও নগদ সাড়ে চার লক্ষ টাকা উদ্ধার হয়। কোথা থেকে এই টাকা এল তার কোনও সদুত্তর কাঁহালো দিতে পারেননি বলেই পুলিশ সূত্রে খবর। এই আর্থিক কেলেঙ্কারির তদন্তভার নিয়েছে আর্থিক দুর্নীতি দমন শাখা। আজ কাঁহালো ও দত্তাজিকে ব্যাঙ্কশাল আদালতে তোলা হলে আদালত তাদের ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন।