
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে আমল দিয়ে রাজ্যে কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ানো শুরু করল সিপিএম। গত সোমবারই কেন্দ্রীয় কমিটি তাদের সিদ্ধান্তের কথা জানিয়েছে। আর তার ঠিক পরদিন মঙ্গলবার বামফ্রন্ট চেয়ারম্যান জানিয়ে দিলেন আগামী ১১ জুলাই মূল্যবৃদ্ধির প্রতিবাদে তাঁদের প্রতিবাদ মিছিলে আমন্ত্রণ পাচ্ছে না কংগ্রেস। ১১ জুলাই ধর্মতলার ওয়াই চ্যানেল থেকে কলেজ স্কোয়ার পর্যন্ত মিছিল করবে সিপিএম। সেই মিছিলে আমন্ত্রণ পাঠানো হচ্ছে সব বাম শরিক দল সহ আরজেডি, জেডিইউ ও এনসিপিআই-কে। কিন্তু আমন্ত্রণের তালিকায় জায়গা পায়নি বিধানসভা ভোটে প্রায় হরিহর আত্মা হয়ে ওঠা কংগ্রেস। যদিও আগামী ২৫ জুন মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস যে মহামিছিলের ডাক দিয়েছে তাতে সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্রকে আমন্ত্রণ জানিয়েছে তারা।