রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে ৯৫
রাজ্যে লকডাউন যাতে ঠিকঠাক মানা হয়, সেদিকে নজর রাখতে পুলিশ কড়া নজর রাখছে। কলকাতা পুলিশের তরফে এদিন বড়বাজার এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়।
রাজ্যে করোনা সংক্রমণ শনিবার বিকেল পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় আরও ৬ বেড়েছে। আরও ৬ জনের দেহে করোনা ভাইরাসের অস্তিত্ব মিলেছে। গত শুক্রবার রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ছিল ৮৯ জন। তা এদিন ৬ জন বাড়ায় দাঁড়াল ৯৫ জনে।
শনিবার মুখ্যমন্ত্রী এই নতুন করে ৬ জনের দেহে করোনার খোঁজ মেলার কথা জানান। এদিন মুখ্যমন্ত্রী রাজ্যে করোনা মোকাবিলায় লকডাউনের মেয়াদ ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানোর কথা ঘোষণা করেছেন। স্কুল, কলেজ খুলবে ১০ জুনের পর বলে জানান তিনি।
রাজ্যে লকডাউন মানার ক্ষেত্রে প্রশাসনিক গাফিলতি রয়েছে। প্রশাসন বেশ কিছু ক্ষেত্রে লকডাউন শিথিল করছে। অত্যাবশ্যকীয় পণ্য নয় এমন জিনিসের দোকান খোলা রয়েছে। এমনই একগুচ্ছ অভিযোগ জানিয়ে এদিন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও পুলিশের ডিজিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। এ বিষয়ে পদক্ষেপ করতে বলা হয়েছে তাঁদের। রাজ্য পুলিশ ধর্মীয় জমায়েতে ছাড় দিচ্ছে বলেও চিঠিতে অভিযোগ করা হয়েছে।
রাজ্যে লকডাউন যাতে ঠিকঠাক মানা হয়, সেদিকে নজর রাখতে পুলিশ কড়া নজর রাখছে। কলকাতা পুলিশের তরফে এদিন বড়বাজার এলাকায় ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হয়। কেউ যদি অকারণে বাড়ি থেকে বার হয়ে থাকেন তা ড্রোনের নজরে আসবে। তাঁকে চিহ্নিত করে পুলিশ ব্যবস্থা নেবে বলেও সতর্ক করা হয়।