Kolkata

রাজ্যে করোনায় মৃতের সংখ্যা বাড়ল

এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করোনা লকডাউনের পর এই প্রথম হল।

রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে মোট ১০ জনের। আরও ৩ জনের মৃত্যু হওয়ায় এই সংখ্যা বেড়ে হল ১০। বৃহস্পতিবার একথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।

তিনি জানান রাজ্যে এখন করোনা সংক্রমিত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন ১৪৪ জন। ৯ জন এদিন সুস্থ হয়ে ছাড়া পেয়েছেন। বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যে মোট ২৪ জন নতুন সংক্রমিতের খোঁজ মিলেছে।


এদিকে এদিন নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠক হয়। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য মন্ত্রিসভার বৈঠক করোনা লকডাউনের পর এই প্রথম হল।

রাজ্যের পাশাপাশি দেশেও করোনায় মৃতের সংখ্যা বাড়ছে। এখনও পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪২০ জনে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৫১৪ জন।


স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লব আগরওয়াল বলেন, দেশে করোনা সংক্রমিত হওয়ার পর সুস্থ হয়ে ফেরা শতাংশের নিরিখে বেড়ে ১২ শতাংশ পার করেছে। এই মুহুর্তে দেশে করোনা নিয়ে চিকিৎসাধীন রয়েছে ১০ হাজার ৮২৪ জন।

বিশ্বজুড়েই করোনায় মৃতের সংখ্যা বেড়ে চলেছে। এখনও পর্যন্ত বিশ্বে ১ লক্ষ ৩৭ হাজার ৬৬ জনের করোনায় মৃত্যু হয়েছে। আক্রান্ত ২১ লক্ষ ৯ হাজার ৭০৯ জন। ৫ লক্ষ ২৬ হাজার ৭৭০ জন মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মৃত্যুর নিরিখে সকলকে ছাপিয়ে গিয়েছে আমেরিকা। তারপরেই রয়েছে ইতালি, স্পেন। ফ্রান্স, ইংল্যান্ডেও মৃত্যু মিছিল। তুলনায় কিছুটা সামলে নিয়েছে জার্মানি। সেখানে মৃতের সংখ্যা তুলনায় কম। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button