রাজ্যে করোনায় আরও ২ জনের মৃত্যু
মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে শনিবার সকাল থেকেই হাওড়া ও কলকাতায় পথে বার হওয়া নিয়ে কড়া পদক্ষেপ করেছে পুলিশ। বাড়ি থেকে বার হলেই জিজ্ঞাসাবাদ হয়েছে।
রাজ্যে করোনায় মৃত বেড়ে দাঁড়াল ১২-তে। গত শুক্রবার পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ছিল ১০, শনিবার আরও ২ জনের করোনায় মৃত্যু হয়েছে বলে জানিয়েছে অডিট কমিটি।
শনিবার রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা জানান, রাজ্যে আরও ২৩ জনের দেহে নতুন করে করোনার অস্তিত্ব পাওয়া গিয়েছে। ফলে গত শুক্রবার রাজ্যে করোনা সংক্রমিত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন ১৬২ জন। তা বেড়ে দাঁড়াল ১৭৮ জনে। কারণ এদিন ২৩ জনকে নতুন করে যেমন সংক্রমিত অবস্থায় পাওয়া গিয়েছে তেমনই এদিন ৭ জন করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। ফলে এখন রাজ্যে করোনায় চিকিৎসাধীন রয়েছেন ১৭৮ জন।
মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে শনিবার সকাল থেকেই হাওড়া ও কলকাতায় পথে বার হওয়া নিয়ে কড়া পদক্ষেপ করেছে পুলিশ। বাড়ি থেকে বার হলেই জিজ্ঞাসাবাদ হয়েছে।
হাওড়ার অনেক জায়গায় রাস্তায় অপ্রয়োজনে বার হওয়া মানুষকে আটক করে পুলিশ। অনেক ক্ষেত্রই লাঠি উঁচিয়ে তেড়ে যেতে দেখা যায় পুলিশকে। অন্যদিকে কলকাতায় অনেক রাস্তা ব্যারিকেড করে দিয়েছে পুলিশ। রাস্তার মোড় গার্ডরেল দিয়ে আটকে দেওয়া হয়।
বিশ্বজুড়েও করোনার জেরে মৃত্যু মিছিল অব্যাহত রয়েছে। বিশ্বে ১ লক্ষ ৫৬ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। আক্রান্ত ২২ লক্ষ ৭৬ হাজারের কিছু বেশি মানুষ।
মার্কিন মুলুকে করোনা সংক্রমিতের সংখ্যা ৭ লক্ষ পার করেছে। মৃত্যু হয়েছে ৩৭ হাজারের কিছু বেশি মানুষের। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যুর নিরিখে মার্কিন যুক্তরাষ্ট্রই সর্বাধিক।
ইউরোপের ইতালি, স্পেনের মত দেশে সংক্রমণের হার কিছুটা কমলেও এখনও সেখানে পরিস্থিতি শোচনীয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা