
বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের সিদ্ধান্ত ভুল ছিল। লক্ষ লক্ষ বাম কর্মী এই সিদ্ধান্তকে ভাল ভাবে নিতে পারেন নি। ভিতরে ভিতরে ডুকরে কেঁদেছেন তাঁরা। সিপিএমের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাঁরা বাঁচলেন। এদিন ফ্রন্টের অন্যতম শরিক সিপিএমের জোট সিদ্ধান্তের খোলাখুলি সমালোচনা করলেন ফরওয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক দেবব্রত বিশ্বাস। তাঁর দাবি, ৩৪ বছরের রাজত্বকালে বহু কায়েমি স্বার্থের জন্ম দিয়েছে সিপিএম। সুবিধাবাদ দিয়ে কখনও বিজয়ী হওয়া যায়না। সবেমাত্র ঘরের অন্দরে দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকে কংগ্রেসের সঙ্গে ভোটে লড়া নিয়ে প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে সিপিএমের বঙ্গ ব্রিগেডকে। কংগ্রেসের সঙ্গে আগামী দিনে কোনও জোটধর্ম নয় বলেও বিধান দিয়েছে কমিটি। সেই ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি বঙ্গ সিপিএম। তারমধ্যেই বামফ্রন্টের অন্যতম শরিক ফরওয়ার্ড ব্লকের এই প্রকাশ্য বিরোধিতা তাদের আরও কোণঠাসা করে দিল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা।