রাজ্যে করোনায় মৃত আরও ৩
রাজ্যে করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫
রাজ্যে করোনায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। ফলে করোনা সংক্রমণে মৃত্যু বেড়ে দাঁড়াল ১৫। মঙ্গলবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় এই মৃতের সংখ্যা বেড়েছে। এছাড়া ১ দিনে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৯ জন। অর্থাৎ নতুন করে ২৯ জনের দেহে করোনা সংক্রমণ পাওয়া গিয়েছে। ফলে রাজ্যে এখন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭৪ জন। এদিন কোনও করোনা সংক্রমিত ছাড়া পাননি। মঙ্গলবার একথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।
মুখ্যসচিব আরও জানিয়েছেন রাজ্যে এদিন ২২০ জনের ব়্যাপিড টেস্ট করা হয়েছে। করোনা পরীক্ষার জন্য এই ব়্যাপিড টেস্টের বন্দোবস্ত। এদিকে রাজ্যে লকডাউন চলছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী নিজে বেশ কিছু এলাকায় লকডাউন কেমন মানা হচ্ছে তা ঘুরে দেখেন। নিজে মাইক হাতে সাধারণ মানুষকে সচেতন করেন। সেইসঙ্গে তাঁদের কোনও সমস্যা হলে তা স্থানীয় পুলিশ স্টেশনে জানানোর পরামর্শ দেন।
রাজ্যের ৭টি জেলায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল পাঠানো নিয়ে গত সোমবার রাজ্য সরকার ও কেন্দ্রের মধ্যে কিছু জটিলতা সৃষ্টি হয়েছিল। তবে মঙ্গলবার কেন্দ্রীয় দল কলকাতায় বৈঠক করে। তারা কিছু জায়গায় যায়ও। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ঘুরে দেখার জন্য একটি দল এসেছে। অন্য একটি দল রয়েছে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি পরিদর্শনের জন্য।