ভারতে একদিনে করোনায় মৃত ৫০
শহরের বেশ কিছু জায়গায় হাজির হন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেন লকডাউন পরিস্থিতি। মুখ্যমন্ত্রী নিজেই গাড়িতে বসে মাইকে স্থানীয় মানুষজনকে করোনা সম্বন্ধে সচেতন করেন।
পশ্চিমবঙ্গে করোনা সংক্রমিতের সংখ্যা আরও বাড়ল। বুধবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্ত হয়েছেন আরও ৩২ জন। তবে রাজ্যে করোনায় মৃতের সংখ্যায় কোনও পরিবর্তন হয়নি।
এদিকে এদিন করোনা পরীক্ষার জন্য কেন্দ্রের পাঠানো কিট নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, যে ব়্যাপিড টেস্ট কিট পাঠানো হয়েছে তা তুলে নেওয়া হয়েছে। সেগুলি ত্রুটিপূর্ণ। অথচ পরীক্ষা করা নিয়ে রাজ্যকে বদনাম করা হচ্ছে।
এদিন বিকেলে শহরের বেশ কিছু জায়গায় হাজির হন মুখ্যমন্ত্রী। ঘুরে দেখেন লকডাউন পরিস্থিতি। মুখ্যমন্ত্রী এদিন নিজেই গাড়িতে বসে মাইকে স্থানীয় মানুষজনকে করোনা সম্বন্ধে সচেতন করেন। কী করবেন, কী করবেননা সে সম্বন্ধে মানুষকে সচেতন করেন। লকডাউন মেনে চলার পরামর্শ দেন। প্রয়োজনে পুলিশের সাহায্য নিতে বলেন।
বুধবার গোটা দেশে করনায় মৃত্যু হয়েছে ৫০ জনের। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬৫২ জন। দেশে বুধবার সংক্রমিতের সংখ্যা বেড়েছে ১ হাজার ৩৮৩ জন। ফলে এদিন দেশে আক্রান্তের সংখ্যা ২০ হাজারের গণ্ডি পার করেছে। দেশে করোনা সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭৭১ জন।
অন্যদিকে বিশ্বজুড়েই করোনা সংক্রমিতের সংখ্যা বাড়ছে। বাড়ছে মৃতের সংখ্যা। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭৯ হাজারের কিছু বেশি মানুষের। আক্রান্ত ২৫ লক্ষ ৮৫ হাজারের কিছু বেশি মানুষ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা