রাজ্যে করোনা সংক্রমণের শিকার আরও ৫১
রাজ্যে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। শুক্রবার তালিকায় যুক্ত হয়েছে আরও ৫১টি নাম।
রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা আরও বেড়ে দাঁড়াল ৩৮৫ জনে। এদিন আরও ৫১ জনের শরীরে করোনা পজিটিভ ধরা পড়েছে। ফলে রাজ্যে করোনা সংক্রমিত বেড়েছে। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ১৮ জন। শুক্রবার একথা জানান রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা।
শুক্রবার সুস্থ হয়ে ফেরার সংখ্যা শূন্য। এদিন কেউ ছাড়া পাননি। এদিন যে কটি সংক্রমণ ধরা পড়েছে তা পাওয়া গিয়েছে কলকাতা, হাওড়া ও উত্তর ২৪ পরগনায়।
শুক্রবারও রাজ্যে পরিদর্শন সেরেছে কেন্দ্রীয় দল। রাজ্যের ৭ জেলায় করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল এ রাজ্যে হাজির হয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের দলটি হাওড়ায় হাজির হয়।
হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে তৈরি হওয়া কোয়ারেন্টিন সেন্টার ঘুরে দেখেন দলের সদস্যরা। তারপর ঘুরে দেখেন হাওড়ার কোভিড হাসপাতাল সঞ্জীবনী। অন্যদিকে উত্তরবঙ্গের কেন্দ্রীয় দল এদিন হাজির হয় উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে।
এখন প্রতিদিনই মুখ্যমন্ত্রী সময় বার করে কলকাতার বিভিন্ন এলাকায় হাজির হচ্ছেন। সেখানে নিজেই মানুষকে সচেতন করতে প্রচার করছেন। শুক্রবার তিনি হাজির হন যাদবপুরে।
সেখানে গাড়ি দাঁড় করিয়ে মানুষকে করোনা সম্বন্ধে সচেতন করেন। লকডাউনে ঘরে থাকার পরামর্শ দেন। কষ্ট স্বীকার করেও করোনা মোকাবিলায় ঘরে থাকার গুরুত্ব বোঝান মুখ্যমন্ত্রী।